সন্ধ্যায় সারা দিনের আলোচিত ১০ খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার। সপ্তাহের প্রথম কর্মদিবস। সারা দিনের ব্যস্ততার মধ্যে দেশ–বিদেশে কী ঘটে গেছে তা হয়তো জানার সুযোগ হয়নি। তাই সন্ধ্যায় পাওয়া অবসরে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সুতরাং পড়ুন দেশ, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলা জগতের আলোচিত ১০টি খবর।

৮ মিনিট ৩৯ সেকেন্ডে মোটরসাইকেলে মিরপুর থেকে খিলক্ষেত

সকালে মিরপুরের নতুন রাস্তা ও কালশী উড়ালসড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরে শুরু হয় যান চলাচল
ছবি: আশরাফুল আলম


রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে মাটিকাটা ইসিবি চত্বর হয়ে খিলক্ষেত বাসস্ট্যান্ড এই পথের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। মোটরসাইকেলে করে এই পথ যেতে সময় লাগল ৮ মিনিট ৩৯ সেকেন্ড। এ সময় মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আজ রোববার সকালে মিরপুরের নতুন রাস্তা ও কালশী উড়ালসড়কের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত পড়ুন

আমার সঙ্গে যা হয়েছে, সব তদন্ত কমিটিকে বলেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী

‘আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আশা করি তার বিচার পাব।’ তদন্ত কমিটির কাছে বক্তব্য শেষে বেরিয়ে এ কথাই বললেন নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুন। গতকাল বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
ছবি: প্রথম আলো

সংবাদপত্রে নাম ও ছবি প্রকাশের বিষয়ে অনুমতি চেয়ে ফোন করলে ফুলপরী খাতুন বললেন, ‘নির্দ্বিধায় করতে পারেন।’ ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেত্রীদের নামে লিখিত অভিযোগ দেওয়ার সাহস কীভাবে পেলেন, এমন প্রশ্ন করা হলে মাত্র ১০ দিন আগে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করা এই ছাত্রীর উত্তর, ‘আমি কোনো অন্যায় করিনি। তাই কোনো অন্যায়, অবিচার, অত্যাচার মুখ বুজে সহ্য করব না।’
গতকাল শনিবার সন্ধ্যায় ফুলপরীর সঙ্গে মুঠোফোনে যখন কথা হচ্ছিল, তখন তিনি পাবনার আটঘরিয়া উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছে গেছেন।
বিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘উপাচার্যের কথোপকথন’ ফাঁসের পর নিয়োগ বোর্ডের সভা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত পড়ুন

দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

শেয়ারবাজার
গ্রাফিকস: প্রথম আলো

দেশের শেয়ারবাজারের লেনদেন আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। তাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ফিরে গেছে প্রায় দেড় মাসের আগের অবস্থানে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৮৫ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ৮ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ২৮৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বিস্তারিত পড়ুন

ইউক্রেন যুদ্ধ শেষে ইউরোপকে অবশ্যই চরম মূল্য শোধ করতে হবে

রাশিয়া যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, তাতে ইউরেশিয়া অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে
ছবি : রয়টার্স

‘পুরোনো ইউরোপ’-এর সামনে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধারের একটাই পথ খোলা আছে। তা হলো দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে যুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা, যাতে দেশটি যত তাড়াতাড়ি সম্ভব জয়ী হতে পারে। একই সঙ্গে ইউরেশিয়া অঞ্চলে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সঙ্গে একটি মীমাংসার পথ খুঁজে বের করা। সেটা না করতে পারলে, ফ্রান্স ও জার্মানিকে দীর্ঘ মেয়াদে বড় মূল্য চুকাতে হবে
বিস্তারিত পড়ুন

পাকিস্তান দেউলিয়া, দুটি গলফ ক্লাব বিক্রি করলে এক-চতুর্থাংশ ঋণ পরিশোধ হবে: প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দেশটি ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে। শিয়ালকোটে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ এই বিস্ফোরক মন্তব্য করেন। বলেন, ‘পাকিস্তান ইতিমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে এবং আমরা এক দেউলিয়া দেশে বাস করছি। দেশের প্রায় সবাই এর জন্য দায়ী-ক্ষমতা চক্র, আমলাতন্ত্র, রাজনীতিবিদ-সবাই। এ সমস্যার সমাধান দেশের ভেতরেই আছে-আইএমএফের কাছে নয়।’
বিস্তারিত পড়ুন

আদানি যেভাবে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সমালোচনা বন্ধ করে

গৌতম আদানি
ফাইল ছবি

ভারতের স্বাধীন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতার বিরুদ্ধে গৌতম আদানির ব্যবসা-সাম্রাজ্য ছয়টি আলাদা আদালতে মামলা করেছে এবং তাঁর এই শিল্পগোষ্ঠী কিংবা এর মালিকের ব্যাপারে কোনো কথা বলার অনুমতি নেই।

মার্কিন বিনিয়োগ কোম্পানি হিনডেনবার্গ রিসার্চ, গত মাসে প্রকাশিত যাদের প্রতিবেদনের কারণে আদানির শেয়ার ১২ হাজার কোটি ডলার মূলধন হারিয়েছে, বলছে যে আদানি দীর্ঘদিন ধরেই মামলার ভয় দেখিয়ে তাদের ব্যাপারে আরও খোঁজখবর করাকে ঠেকিয়ে রেখেছে।
বিস্তারিত পড়ুন

‘তুই লম্বা তুই নিচে দাঁড়াবি, আমি ওপরে দাঁড়াব’

মৌসুমী হামিদের সঙ্গে ফ্রেমবন্দী হবেন না সজল। বললেন, ‘তুই অনেক
KabirHossain

তারকাদের দিনটি ছিল অন্য রকম। কখন মেকআপ নেবেন, কখন শুটিং শুরু, বাড়ি ফেরাইবা কখন—এসব নিয়ে কোনো ব্যস্ততা ছিল না। বরং আড্ডা, হইহুল্লোড় আর খোশমেজাজেই দেখা গেল শতাধিক অভিনয়শিল্পীকে। তাঁদের কারও সঙ্গে দুই বছর পরে দেখা হচ্ছে। কারও সঙ্গে এক যুগ! সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই গল্প–আড্ডায় মাতলেন তারকারা।
বিস্তারিত পড়ুন

বিয়ে যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে

অহনা রহমান
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবসের দুটি কাজ নিয়ে ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অহনা রহমান। ৭ পর্বের ঈদের নাটক হানিমুন থেকে পালিয়েসহ একাধিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত এই অভিনেত্রী। তিন বছর পরে ফেরা, ব্যক্তিগত জীবনে প্রেম–বিয়েসহ নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী
বিস্তারিত পড়ুন

১০

ভারতের কাছে আবারও ৩ দিনে টেস্ট হার অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়াকে তিন দিনে টেস্টে হারিয়েছে ভারত
ছবি: এএফপি

শুরুটা হয়েছে উসমান খাজাকে দিয়ে, শেষ করলেন ম্যাথু কুনেমান। দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ছয়জন ব্যাটসম্যানই আউট হয়েছেন সুইপ শট খেলতে গিয়ে। স্পিনারদের জন্য সহায়ক উইকেটে দ্রুত রান তোলার যে কৌশল অস্ট্রেলিয়া বেছে নিয়েছিল, সেই কৌশলই বুমেরাং হয়েছে তাদের জন্য।

ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষে তো স্পষ্ট করেই বলেই দিলেন—এই ধরনের উইকেটে তাঁর বিপক্ষে সুইপ খেলা মোটেই আদর্শ কোনো শট নয়। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও ক্রিকেটারদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিস্তারিত পড়ুন