সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে ফ্লাইটে শিশু ওঠার ঘটনায় ১০ কর্মকর্তা বরখাস্ত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে পাসপোর্ট ও টিকিট ছাড়াই এক শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় ১০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

ঢাকায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল যুক্তরাষ্ট্র

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার
বি: ব্রিফিংয়ের ভিডিও থেকে নেওয়া

সম্প্রতি বাংলাদেশ সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের করা এক মন্তব্যের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে উদ্দেশ্য করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যে দেশ প্রতিবেশী দেশে আগ্রাসন চালায়, তার মুখে অন্যের হস্তক্ষেপ নিয়ে কথা বলা মানায় না।
বিস্তারিত পড়ুন...

বারডেমে মারামারির কথা জানিয়ে নিরাপত্তা কর্মকর্তার চিঠি

বারডেমের ওই ঘটনার পর ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন
ফাইল ছবি

ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করার আগে বারডেম হাসপাতালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। সেই ঘটনা তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন সেখানকার এক নিরাপত্তা কর্মকর্তা। সেই চিঠিতে বলা হয়, বারডেমের ইটিটি রুমের সামনে সেদিন মারামারি হচ্ছিল। নিরাপত্তা কর্মকর্তা ওয়ারেছ আলী দুই পক্ষকে অনুরোধ করে মারামারি থামান। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে দুই পক্ষকেই থানায় নিয়ে যায়।
বিস্তারিত পড়ুন...

সড়কে-সমুদ্রে মরদেহ, লিবিয়ায় ২০ হাজার মৃত্যুর শঙ্কা

ঘূর্ণিঝড় ও এর পরে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিবিয়ার বন্দরনগরী ডেরনা
ছবি: রয়টার্স

সড়কে সড়কে পড়ে আছে মরদেহ। সমুদ্র থেকে তীরে ভেসে আসছে একটার পর একটা লাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা জানা গেছে। তবে ঠিক কতজন নিখোঁজ, তা এখনো বলতে পারছে না কর্তৃপক্ষ। ২০ হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন...

স্ত্রীর মৃত্যুর পরদিন পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যু

সোহানুর রহমান সোহান
সংগৃহীত

জীবনসঙ্গীকে হারিয়ে শোকে কাতর ছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহানুর রহমান সোহান। সোহানের স্ত্রী প্রিয়া রহমান মস্তিস্কে রক্তক্ষরণে গত মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে সোহানও চলে গেলেন। বুধবার বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহান, অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন