সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৩ এপ্রিল, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

হাজার কারাবন্দীর মধ্যে কেন একজনের মাথায় লাল টুপি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
ছবি: প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীর সংখ্যা পাঁচ হাজারের কম। এর মধ্যে হাজতিদের (যাঁদের মামলা বিচারাধীন) গায়ে থাকে সাধারণ পোশাক। আর কয়েদিদের (যাঁদের সাজা হয়েছে) পরনে থাকে বিশেষ পোশাক—সাদার ওপর ডোরাকাটা, মাথায় সাদা টুপি। কিন্তু বন্দীদের মধ্যে একজন আলাদা।
বিস্তারিত পড়ুন...

নাথান বমের কেএনএফ পাহাড়ে কেন ‘কেটিসি’ চায়, নেপথ্যে কী

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীদের হামলার এই চিত্র ধরা পড়েছে সিসি ক্যামেরায়
ছবি: সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া

পার্বত্য চট্টগ্রামে গত শতকের সত্তরের দশকে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই শুরু করে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র শাখা শান্তি বাহিনী। দুই দশক ধরে চলা এই লড়াইয়ে নানা সহিংসতার ঘটনা ঘটে। কিন্তু এ সময় পার্বত্য তিন জেলার কোথাও দিনদুপুরে প্রকাশ্যে শান্তি বাহিনী ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে, এর কোনো নজির নেই। তাই সম্প্রতি বান্দরবানের দুই ব্যাংকের তিন শাখায় দুই দিন ধরে কেএনএফের ডাকাতির ঘটনা এবং একেবারে নির্বিঘ্নে দুর্বৃত্তদের চলে যাওয়ার বিষয়গুলো বিস্ময়কর বটে।
বিস্তারিত পড়ুন...

সেই ধনকুবের নারীর মৃত্যুদণ্ড, জানা গেল কীভাবে ব্যাংক লুট করতেন তিনি

প্রসাধনীর দোকানদার থেকে ধনকুবের বনে যাওয়া নারী ট্রুং মাই ল্যান
ছবি: এক্স থেকে নেওয়া

ভিয়েতনামের ধনকুবের ৬৭ বছর বয়সী নারী ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১১ বছর ধরে দেশটির বড় একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করার দায়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার হো চি মিন সিটির ঔপনিবেশিক যুগের একটি আদালত আবাসন ব্যবসায়ী এই নারীকে মৃত্যুদণ্ড দেন।
বিস্তারিত পড়ুন...

বিশ্বের শীর্ষস্থানীয় শতকোটিপতি ইলন মাস্ক ভারত সফরে যাচ্ছেন, বড় বিনিয়োগের সম্ভাবনা

ইলন মাস্ক ও নরেন্দ্র মোদি
রয়টার্স ফাইল ছবি

বিশ্বের শীর্ষস্থানীয় শতকোটিপতি এবং বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভারত সফরের ঘোষণা দিয়েছেন। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতেই তিনি এই সফরে যাবেন।
বিস্তারিত পড়ুন...

যেদিন হারানো মুকুট ফিরে পেয়েছিলেন ব্রায়ান লারা

আবারও চূড়ায় ব্রায়ান লারা। ২০০৪ সালে অ্যান্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডে
এএফপি

মাত্র ছয় মাস! ছয় মাসের মধ্যেই হারানো মুকুটটি আবারও ব্রায়ান লারার মাথায়। ৩৬ বছর টিকে থাকা স্যার গ্যারি সোবার্সের রেকর্ডটি ভেঙেছিলেন যে মাঠে, ১০ বছর পর সেন্ট জনসের সেই অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি আবার নতুন করে লিখলেন ব্রায়ান চার্লস লারা। সেই ইংল্যান্ডের বিপক্ষেই।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন