চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের উপনির্বাচনে জিতে আট মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
রাত সাড়ে আটটায় রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ফলাফল ঘোষণা করেন। তাঁর স্বাক্ষরিত ফলাফলে দেখা যায় নোমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট। তাঁর প্রতীক ছিল মোমবাতি।
১৯০টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫টি। নির্বাচনে প্রার্থী ছিলেন পাঁচজন। তবে ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. কামাল পাশা এই উপনির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য হয়েছিলেন।