সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নির্বাচনী খরচ: তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে

নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণও দিতে হয়। সেখানে প্রার্থীরা সম্ভাব্য কোন উৎস থেকে নির্বাচনী ব্যয়ের জন্য কত টাকা পেতে পারেন, তার বর্ণনা থাকে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রার্থীদের হলফনামার পাশাপাশি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণও প্রকাশ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল

বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ়প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে। বিস্তারিত পড়ুন...

এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে মাসে মুনাফা কত টাকা

সঞ্চয়পত্র
ফাইল ছবি

পরিবার সঞ্চয়পত্র মধ্যবিত্ত নারীদের মধ্যে জনপ্রিয় সঞ্চয় স্কিম। এটা থেকে প্রতি মাসেই মুনাফার টাকা তোলা যায়। মুনাফাও বেশ ভালো। সবাই এই সঞ্চয়পত্র কিনতে পারেন না। মূলত নারীদের জন্য এই সঞ্চয়পত্র। বিস্তারিত পড়ুন...

পলিটিক্যাল কদমবুসি কালচার যে কারণে ভয়ের

দিন কয়েক আগে তারেক রহমানকে তাঁর দলের একাধিক নেতা যে কায়দায় কদমবুসি করার কসরত করেছেন, তা বিস্তর বিনোদন দিয়েছে।
ছবি: সংগৃহীত

জুতা আবিষ্কারের আগের আমলে খালি পায়ে বালি লাগায় হবু রাজা বিরক্ত হয়েছিলেন। পায়ে যাতে ধুলা না লাগে, সেই ব্যবস্থা করতে গবু মন্ত্রীকে কড়া হুকুম দিয়েছিলেন। গবু মন্ত্রী ‘হবুর পাদপদ্মে’কদমবুসি করে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন-‘যদি না ধুলা লাগিবে তব পায়ে/ পায়ের ধুলা পাইব কী উপায়ে!’ বিস্তারিত পড়ুন...

নিকোলা মাদুরোর স্ত্রী ফ্লোরেস কীভাবে কপালে আঘাত পেলেন

নিউইয়র্কে আটককেন্দ্র থেকে আদালতে নেওয়ার পথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সোমবার নিউইয়র্কের ডাউন টাউন ম্যানহাটান হেলিপোর্টে। ৫ জানুয়ারি, ২০২৬
ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গতকাল সোমবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। যুক্তরাষ্ট্র বিতর্কিত সামরিক অভিযান চালিয়ে স্থানীয় সময় গত শনিবার শেষ রাতে কারাকাসের সেফ হোম থেকে তাঁদের তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বিস্তারিত পড়ুন...