সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বরখাস্ত ডিএজি এমরান স্ত্রী-সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে

স্ত্রী–সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন এমরান আহম্মদ ভূঁইয়া
ডেইলি স্টার থেকে নেওয়া


ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্যের জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ হারানো এমরান আহম্মদ ভূঁইয়া স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন। গতকাল বিকেলে তিনি দূতাবাস প্রাঙ্গণে আশ্রয় নেন।
বিস্তারিত পড়ুন...

বাইডেনের আগে শেখ হাসিনার সঙ্গে আজ বৈঠকে বসছেন মোদি

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
ফাইল ছবি

জি-২০ শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন আজ সন্ধ্যায় যে তিন দেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছেন, বাংলাদেশ তার অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল সাড়ে পাঁচটায় লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি নিবাসে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন। চলতি বছরের শেষে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে এটাই হচ্ছে দুই নেতার শেষ বৈঠক। বিস্তারিত পড়ুন...

‘জীবনটা অনেক কষ্টের, তবু সম্মান নিয়ে বাঁচি’

তারা মিয়া এক পায়ে স্যান্ডেল পরেন, তাঁর আরেকটি স্যান্ডেল থাকে রিকশার সিটের তলায়
ছবি: সাদিয়া মাহ্জাবীন ইমাম


তারা মিয়ার স্যান্ডেল দুটির অবস্থা দুই রকম। একটি এখনো চকচকে, আরেকটি ভাগাড়ে যাওয়ার আগের অবস্থায়। তারা মিয়া একটি স্যান্ডেল বাঁ পায়ে পরেন। আরেকটা থাকে রিকশার সিটের তলায়। সবুজ রঙের সেই স্যান্ডেল তিনি পায়ে দেন কালেভদ্রে বাসে করে বাড়ি যাওয়ার সময়। তারা মিয়ার বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। বাড়ি যাওয়ার অনেক খরচ, তাই কম যান। স্যান্ডেলটাও কম পায়ে দেওয়া হয় বলে সেটা এখনো চকচকে।
বিস্তারিত পড়ুন ...

যে কারণে মাখোঁর ঢাকা সফর গুরুত্বপূর্ণ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ


ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর ঢাকা সফরে আসছেন। ৩৩ বছর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন। এ সময়ের মধ্যে দুই দেশেরই অনেক কিছু পাল্টে গেছে। বিশ্বের কাছে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভূরাজনীতির গতিপ্রকৃতিও নানা দিকে মোড় নিয়েছে। সেদিক দিয়ে মাখোঁর এ সফর নানাভাবে গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন...

রাশিয়ার সঙ্গে কি সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে ভারতের

জো বাইডেন, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি
ছবি : রয়টার্স

রাশিয়ার ট্যাংক যখন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মাটিতে সদর্পে এগিয়ে যাচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যখন সবচেয়ে বড় যুদ্ধ শুরুর দামামা বাজছিল, তখন বিশ্বব্যাপী একটা চাপ তৈরি হয়েছিল। পশ্চিমা-সমর্থিত কিয়েভ অথবা মস্কো—যেকোনো একটি শক্তিকে বেছে নিতে হবে। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন