সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ এপ্রিল, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আগামীকালও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়

ছুটির পর মেয়েকে পেয়েই ছাতার নিচে নিয়ে নেন মা। লক্ষ্মীবাজার, ঢাকা
ফাইল ছবি

চলমান তাপপ্রবাহের কারণে মঙ্গলবার দুটি বিভাগের সব জেলাসহ দেশের ২৭টি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত পড়ুন...

শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় পালা বন্ধ হচ্ছে, শাখা ক্যাম্পাস হবে আলাদা প্রতিষ্ঠান

বর্তমানে সারা দেশে মোট ৪৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান দুই পালায় চলে
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় দুই পালা (ডাবল শিফট) বন্ধ হচ্ছে। আগামী বছর থেকে শুরু করে ধাপে ধাপে পাঁচ বছরের মধ্যে সব শ্রেণিতেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস চালুর সুযোগও বন্ধ হচ্ছে। যেগুলোতে শাখা ক্যাম্পাস আছে, সেগুলো আলাদা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এ জন্য এগুলোকে আলাদা পরিচিতি নম্বর (ইআইআইএন) দেওয়া হবে।
বিস্তারিত পড়ুন...

দাবদাহে স্কুল খোলা নিয়ে এ কেমন মশকরা

বেলা সাড়ে ১১টায় স্কুল ছুটির পর রোদ থেকে নিজেকে রক্ষায় মাথায় হাত দিয়েছেন এই শিক্ষার্থী। রোববার, লক্ষ্মীবাজার, ঢাকা
ছবি: দীপু মালাকার

ভাবছিলাম, দেশে কয়টা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা আছে? কয়টি বিদ্যালয়ের ভবনের ওপর রড-সুরকিতে ঢালাই করা ছাদ আছে? কোনো শিক্ষার্থী বা শিক্ষক হিটস্ট্রোকে আক্রান্ত হলে তার তাৎক্ষণিক বিজ্ঞানসম্মত চিকিৎসা দেওয়ার জ্ঞান কয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের আছে? বিস্তারিত পড়ুন...

নারী আম্পায়ারের ম্যাচ আসলেই কি খেলতে চাননি মুশফিক–মাহমুদউল্লাহরা

গত ২৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে মাহমুদউল্লাহর মোহামেডান ও মুশফিকের প্রাইম ব্যাংকের ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়ার সাথিরা জাকির (বাঁয়ে)
ছবি: সংগৃহীত

কথাটা তাহলে কে বলেছেন? কে বলেছেন মোহামেডান ও প্রাইম ব্যাংক লিমিটেড কিংবা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা নারী আম্পায়ার সাথিরা জাকিরের পরিচালনায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে চাননি?
বিস্তারিত পড়ুন...

শাকিব ও তাঁর পরিবার প্রসঙ্গে মুখ খুললেন বুবলী

রোববার সন্ধ্যায় বুবলীর সঙ্গে কথা হয়। প্রথম আলোকে বলেন, ‘আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারও নাম বা কাহিনি বলতে হয় না। কারণ, আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যমকর্মীরা, সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট। বরং আপনারা দেখছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যেকোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন