সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২২ অক্টোবর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ভারত-চীনের ওপর নির্ভরতা বাড়তে পারে বাংলাদেশের

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংঘাতময় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলছে, বিতর্কিত ও কারচুপির নির্বাচন হলে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর জেরে চীন ও ভারতের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে পারে। গত বুধবার ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ুন...

শর্ত সাপেক্ষে আবারও আওয়ামী লীগের ক্ষমা পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

জাহাঙ্গীর আলম
ছবি: প্রথম আলো

ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আবারও আওয়ামী লীগে ফিরলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে শর্ত সাপেক্ষে ক্ষমা করা হয়। বিস্তারিত পড়ুন...

জনগণ কি এবারও হেরে যাবে

১৮ অক্টোবর ঢাকায় বড় সমাবেশ করে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা বেশ ফুরফুরে মেজাজে আছেন। দুই দলই মনে করছে, জয়ের প্রান্তে চলে আসছে। কিন্তু তাদের এই সমাবেশের কারণে যে নগরীর লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছে, আধা ঘণ্টার পথ পার হতে কয়েক গুণ সময় লেগেছে, সেসব নিয়ে আমাদের ‘জনদরদি’ ও ‘গণতন্ত্রকামী’ নেতাদের কোনো মাথাব্যথা নেই। বিস্তারিত পড়ুন...

ইসরায়েলবিরোধী বক্তব্য আয়োজকের, সম্মেলন বর্জনের ঘোষণা মেটা ও গুগলের

আন্তর্জাতিক প্রযুক্তি খাতের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ওয়েব শীর্ষ সম্মেলনে যোগ দেবে না মেটা ও গুগল। গাজায় হামলাকে কেন্দ্র করে সম্মেলনটির আয়োজক গোষ্ঠী ইসরায়েলের সমালোচনা করায় বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তারা। বিস্তারিত পড়ুন...

ক্লাসেন-ইয়ানসেন ঝড়ে ইংল্যান্ডের বিপক্ষে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

দিল্লিতে ৪২৮ রান, মুম্বাইয়ে ৩৯৯। এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রতিপক্ষকে আরও একবার রান বন্যায় ভাসাল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং-স্বর্গে আজ ইংল্যান্ড টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আর সে সুযোগটা দুই হাতে লুফে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন