নর্থ সাউথের শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রিমান্ডে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কাভার্ড ভ্যানের চালক শামীমকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক শওকত আকবর।
আদালত সূত্রে জানা গেছে, সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শামীমকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শামীমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার রাতে রাজধানীর লালবাগে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার (২৭) নিহত হন। পুলিশ জানায়, ধানমন্ডি থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন সানজিদা। রাত পৌনে ১০টার দিকে লালবাগ থানার কাছে বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সানজিদা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
সানজিদা আক্তারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। পরিবারের সঙ্গে থাকতেন কামরাঙ্গীরচরে। সানজিদার দুই ভাই। এক ভাই ব্যবসা করেন, অন্য ভাই প্রবাসী।