সকালেই পড়ুন আলোচিত ১০টি খবর

শুভ সকাল। আজ শুক্রবার। দিনের কাজ শুরু করার আগে পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের আলোচিত খবরগুলোর অন্যতম ছিল, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের পর আতঙ্কে গণরুম ছাড়ছেন শিক্ষার্থীরা—খবরটি। এ ছাড়া ছিল আন্তর্জাতিক, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের পর আতঙ্কে গণরুম ছাড়ছেন শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার পর আতঙ্কে গণরুম ছাড়ছেন শিক্ষার্থীরা। অহেতুক ঝামেলা এড়াতে তাঁরা বাড়ি চলে যাচ্ছেন। তবে ঘটনার পর কতজন শিক্ষার্থী বাড়ি চলে গেছেন, সেই তথ্য কর্তৃপক্ষের কাছে নেই।
সরেজমিন দেখা গেছে, হলের ডাইনিং কক্ষে প্রবেশের দুই পাশে প্রজাপতির দুটি কক্ষ। দুপুরে সেখানে তেমন কাউকে পাওয়া যায়নি। দুজন ছাত্রীকে পাওয়া গেলেও তাঁরা কথা বলতে শঙ্কাবোধ করছিলেন।
বিস্তারিত পড়ুন...

মাশরাফিকে হারিয়ে কুমিল্লার চারে চার

৫২ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন জনসন চার্লস
ছবি: শামসুল হক

ফাইনাল তো নয়, যেন তালগোল পাকানো এক হিসাব! এর আগে তিনবার বিপিএলের ফাইনালে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ানস কখনো হারেনি। ওদিকে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও চারবার ফাইনালে উঠে চারবারই দেখা পেয়েছেন ট্রফির।
বিস্তারিত পড়ুন...

এক স্বামীকে সঙ্গে নিয়ে অপর স্বামীকে হত্যা, অবশেষে গ্রেপ্তার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার উম্মে হাবিবাকে গ্রেপ্তার করেন
ছবি: সংগৃহীত

এক স্বামীকে সঙ্গে নিয়ে অপর স্বামীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে উম্মে হাবিবা ওরফে কণা (৩৪) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
বিস্তারিত পড়ুন...

সিলেটে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকা থেকে উত্তর–পূর্ব দিকে উৎপত্তিস্থলের এর দূরত্ব ছিল ২০৩ কিলোমিটার।
বিস্তারিত পড়ুন...

আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনে এবারও আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আপনি গণতন্ত্র কাকে শিখাইতে আসছেন? এ দেশের লোক গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। ৩০ লাখ লোক গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য রক্ত দিয়েছে। আপনি কাকে শেখাতে চাচ্ছেন গণতন্ত্র?’
বিস্তারিত পড়ুন...

বইমেলায় খাবারের দোকানে দিনে ২০ হাজার টাকা চাঁদা তুলছেন এসআই

বইমেলার প্রবেশমুখে বসানো অবৈধ দোকান
ছবি: প্রথম আলো

একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের কয়েকটি খাবারের দোকান থেকে কিছু পুলিশ সদস্য নিয়মিত চাঁদা নিচ্ছেন ও বিনা মূল্যে খাবার খাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে পুলিশের ছত্রচ্ছায়ায় বইমেলার টিএসসিসংলগ্ন প্রবেশমুখে বসে ভাসমান দোকানের আরেক মেলা। অবৈধ এসব দোকান বসানোর সুযোগ দিয়ে সেখান থেকেও কিছু পুলিশ সদস্য এককালীন টাকা হাতিয়ে নিয়েছেন, এমন অভিযোগ উঠেছে। খাবারের দোকানিরা এসব কর্মকাণ্ডের জন্য বইমেলার ইনচার্জের দায়িত্বে থাকা রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জুন্নুন হোসাইনকে দায়ী করছেন।
বিস্তারিত পড়ুন...

টিকিট কাটা জটিল বানিয়ে কী পাবে রেলওয়ে

টিকিট কাটার কাউন্টারের লাইনে যাত্রীরা
ফাইল ছবি

ট্রেনের যাত্রী ও মালামালের সার্বিক নিরাপত্তা এবং ভালো-মন্দ দেখার জন্য আছে রেলওয়ে পুলিশ। রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ঈদ-পার্বণে চাপ বাড়লে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত হয়। এরপরও ট্রেনের টিকিটে কালোবাজারি চলে।
এবার কালোবাজারি বন্ধে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এতে কালোবাজারি বন্ধ হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে এর মাধ্যমে অনেক যাত্রীই ট্রেনে চড়ার অধিকার হারাবেন। যাত্রীদের হয়রানি ও কষ্ট বাড়বে।
বিস্তারিত পড়ুন...

গণতন্ত্র সম্মেলনে যে কারণে এবার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ

রাজধানীর আমেরিকান সেন্টারে বুধবার বিকেলে জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডেরেক শোলে
ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে বলেছেন, গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় আয়োজনে অংশ নিতে বিভিন্ন দেশকে গণতন্ত্র শক্তিশালী করার জন্য কর্মপরিকল্পনা দিতে বলা হয়েছিল। যেসব দেশ এ কর্মপরিকল্পনা দেয়নি, তাদের এ বছরের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।
বুধবার বিকেলে রাজধানীর আমেরিকান সেন্টারে জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের উত্তরে ডেরেক শোলে এ তথ্য জানান।
বিস্তারিত পড়ুন...

শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল ২৭৫ শতাংশ

অর্থনীতিক সংকটে পড়ে শ্রীলঙ্কায় দেখা বিদ্যুতের তীব্র ঘাটতি
ফাইল ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় ভোক্তাপর্যায়ে বিদ্যুতের দাম ২৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম দ্বিতীয় দফায় বাড়ানো হলো। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণসহায়তা বা বেলআউট নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
বিস্তারিত পড়ুন...

১০

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী বার্তা দিল

৭১ টিভিকে আর যা-ই বলা হোক, কেউ তাকে বিএনপি বা সরকারবিরোধীদের মুখপাত্র বলবে না। সেই টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে যে সরকারকে বিব্রত করার কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, এমন সন্দেহেরও কোনো অবকাশ নেই। তো সেই ৭১ টিভিতে নির্বাচিত ঘোষিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর মনোনয়ন লাভের যে বর্ণনা দিয়েছেন, তা রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতাকাঠামোর এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। এত দিন সবাই যা ধারণা করে এসেছে, একে তারই এক আনুষ্ঠানিক স্বীকৃতি বলা যেতে পারে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন