শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। নাম পাল্টে প্রবাসী বাংলাদেশি রবিউল ইসলামের দুবাইয়ের আরাভ জুয়েলার্সের মালিক হওয়ার নেপথ্য কাহিনি আজ রীতিমতো সাড়া ফেলেছে। চার বছর আগে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন এই রবিউল। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেগুলোতে পাঠকের সাড়াও মিলেছে ভালো। ৩৩ বছর আগে ডাকাতি হওয়া দুই স্টেনগান উদ্ধারের চমকভরা কাহিনিও আজ পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ প্রতিবেদনে।
২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যাকাণ্ডের পর পালিয়ে ভারতে চলে যান সে সময় ৩০ বছর বয়সী রবিউল ইসলাম। সেখানে বিয়ে করেন। পরে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমান দুবাইয়ে। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী।বিস্তারিত পড়ুন
ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় প্রকাশ্য রাস্তায় ডাকাতির ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। বাংলাদেশে প্রথম এ ঘটনা ঘটেছিল ১৯৯০ সালের ৫ মার্চ। মতিঝিলের মতো ব্যস্ত সড়কে ওই দিন তৎকালীন বিদেশি ব্যাংক গ্রিন্ডলেজ ব্যাংকের ৫০ লাখ টাকা ডাকাতি হয়েছিল। দেশজুড়ে সেই ঘটনা ছিল ব্যাপক আলোচিত। বিস্তারিত পড়ুন
টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী গত মাসে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে দ্বীপের জমি বেচাকেনা হয়। ফসল উৎপাদনের নামে জমি কিনে কেউ কেউ হোটেল, রিসোর্ট ও কটেজ নির্মাণ করছেন বলে জানা গেছে। বিস্তারিত পড়ুন
তবে আফিফের হতাশার কারণ দল থেকে বাদ পড়া নয়, তিনি হতাশ–ক্ষুব্ধ নিজের ব্যাটিং পজিশন নিয়ে। একটি সূত্র জানিয়েছে, পরশু ম্যাচ শেষে এ নিয়েই কোচের সঙ্গে কথা বলেছেন আফিফ, প্রকাশ করেছেন হতাশা। হাথুরুসিংহেকে তিনি বোঝাতে চেষ্টা করেছেন, ব্যাটিং অর্ডারের ওপরে খেলা ম্যাচগুলোতে তাঁর রেকর্ড খারাপ নয়। কোচও নাকি তাতে দ্বিমত প্রকাশ করেননি। বিস্তারিত পড়ুন
পাঞ্জাবি কন্যা রাশি খান্না। দিল্লিতে বেড়ে ওঠা। কিন্তু দক্ষিণের জনপ্রিয় নায়িকা তিনি। ঝরঝরে তামিল, তেলেগু বলতে পারেন। সাক্ষাৎকারের শুরুতে একগাল হেসে রাশি বলেন, ‘জানেন, হিন্দিতে কথা বলেই আমার বেড়ে ওঠা। কিন্তু এখন হিন্দি বলার সময় দক্ষিণি টান চলে আসে।’ বিস্তারিত পড়ুন