সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ২১ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত আলোচিত কিছু খবর হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। আজকের দিনটি শুরু করুন সেসব আলোচিত খবরের কয়েকটি পড়ে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে নয়াদিল্লিভিত্তিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গতকাল এ খবর প্রকাশ করেছে তারা। হিন্দুস্তান টাইমস বলেছে, বিশেষত, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে, সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি। বিস্তারিত পড়ুন:

সাংবাদিক গোলাম রব্বানিকে চেয়ারম্যানের হুমকি দেওয়ার অডিও ভাইরাল

মাহমুদুল আলম
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি ওরফে নাদিম হত্যার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মাহমুদুলকে বলতে শোনা যায়, ‘সাংবাদিক নাদিমকে ঠিক করতে আমার এক মিনিটের বিষয়’। বিস্তারিত পড়ুন:

গণ অধিকার পরিষদে পাল্টাপাল্টি অব্যাহতি

রেজা কিবরিয়া ও নুরুল হকের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদের নেতৃত্বে পাল্টাপাল্টি অব্যাহতির ঘোষণা আসছে
ফাইল ছবি

গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হকের মধ্যকার দ্বন্দ্বে দলটিতে পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনা ঘটেছে। নুরুল হক ও তাঁর সমমনারা রেজা কিবরিয়াকে বাদ দিয়ে মো. রাশেদ খানকে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করেছেন। এর পাল্টায় নুরুল হক ও রাশেদকে দলের দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া। বিস্তারিত পড়ুন:

পাকা চুল, ভাঁজ পড়েছে চামড়ায়...এ কোন শাকিব

‘প্রিয়তমা’ ছবির তৃতীয় লুকে এভাবেই দেখা দিলেন শাকিব খান
ছবি : পরিচালকের সৌজন্য

ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করলেও এবার ‘প্রিয়তমা’য় ভিন্ন এক লুকে দর্শককে চমকে দিলেন শাকিব খান। এই প্রথম বৃদ্ধ বয়সের লুকে দেখা গেল শাকিবকে। বিস্তারিত পড়ুন:

এমবাপ্পে বললেন, ‘ব্যালন ডি’অর আমার প্রাপ্য’

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

কে জিতবেন এবারের ব্যালন ডি’অর—এ নিয়ে ফুটবল–বিশ্বে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি জেতানো লিওনেল মেসির ব্যালটে ভোট দেওয়ার লোকের সংখ্যাই এ ক্ষেত্রে বেশি। কিন্তু কারও কারও তো অন্য মতও থাকতে পারে! বিস্তারিত পড়ুন:

বাংলাদেশ থেকে আরও পড়ুন