সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ ফেব্রুয়ারি, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আসছে নতুন আমদানি নীতি, পুরোনো কাপড়সহ যেসব পণ্য আনা যাবে না

পুরোনো কাপড়
ফাইল ছবি

ক্ষুদ্র আমদানিকারকদের মাধ্যমে দেশে পুরোনো কাপড় আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তাতে দুই বছর পর থেকে কোনো ধরনের পুরোনো কাপড় আমদানি করা যাবে না। বর্তমানে প্রতিবছর অর্ধশত কোটি টাকার বেশি পুরোনো কাপড় আমদানি করা হয়। এ কাপড় আমদানি বন্ধে নতুন আমদানি নীতি আদেশে (২০২৪-২৭) স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। বিস্তারিত পড়ুন...

‘জানে না মাইরা হাত-পা কাইট্টা দিলেও পোলাডা বাঁইচ্যা থাকত’

উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ছেলে খুন হয়েছে। ছেলেকে হারিয়ে বিলাপ করছেন মা দিলারা বেগম। স্বজনেরা তাঁকে শান্ত করার চেষ্টা করছেন। শনিবার দুপুরে শ্রীনগর থানার গোলঘরে
ছবি: প্রথম আলো

‘পোলাডারে কত কষ্ট দিয়া জানি মারছে ওরা! পুকুরঘাটে রক্ত দেইখা বোঝা যায়, পোলাডায় বাঁচার লাইগা অনেক দৌড়াইছে। এরপরও ছাড়ে নাই। কতবার জানি মা মা করছে। ওরা যদি জানে না মাইরা নীরবের দুইডা হাত-পা কাইট্টা দিত, এরপরও পোলাডায় বাঁইচ্যা থাকত, আমারে মা বইলা ডাকত।’ শনিবার দুপুরে শ্রীনগর থানার গোলঘরে বসে এভাবেই বিলাপ করছিলেন দিলারা বেগম। বিস্তারিত পড়ুন...

টিকিটের টাকায় মেট্রোরেলের খরচ উঠতে লাগবে ৪৫ বছর

মেট্রোরেল
ফাইল ছবি

রাজধানীর যানজট কমাতে এবং যাত্রী চলাচল দ্রুত করার জন্য এক দশকের বেশি সময় আগে যে মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল, সেই পথে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত ট্রেন চলাচল করছে। জাপানি ঋণের এ প্রকল্প পার্শ্ববর্তী দেশগুলোর একই রকমের প্রকল্পের তুলনায় বেশি খরচে বাস্তবায়ন করা হচ্ছে। শুধু টিকিটের আয়ে প্রকল্পটির বিনিয়োগ উঠে আসতে সময় লাগবে ৪৫ বছর। বিস্তারিত পড়ুন...

তিশা-মুশতাক বির্তক, মতপ্রকাশের স্বাধীনতা ও নীতি পুলিশিং

ষাটোর্ধ্ব খন্দকার মুশতাক আহমেদ তাঁর স্ত্রী তিশাকে নিয়ে মেলা প্রাঙ্গণ ছেড়ে রীতিমতো দৌড়ে পালাচ্ছেন। পেছনে শত শত কিশোর-তরুণ, তাঁদের গলায় স্লোগান, ‘করছে কী ভাই, লজ্জা! কামডা কী ভাই, লজ্জা! ১৮-৬৫ লজ্জা! কেমনে মিলে? লজ্জা! ভাইরে ভাই, লজ্জা! সারা দেশের লজ্জা! বিশ্ববাসীর লজ্জা! জবাব দাও।’ বিস্তারিত পড়ুন...

প্রেসিডেন্ট তাঁদের সরকার গঠনের আহ্বান জানাবেন: দাবি পিটিআই চেয়ারম্যানের

পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান
ফাইল ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তাঁর দলকে আমন্ত্রণ জানাবেন। কারণ, জাতীয় পরিষদ নির্বাচনে তাঁরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন। ইসলামাবাদে শনিবার গণমাধ্যমের উদ্দেশে গহর আলী বলেন, ‘আমরা কারও সঙ্গে ঝগড়া করতে চাই না।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন