সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল এক সপ্তাহ ছুটির পর আগামীকাল স্কুল খুললেও কতক্ষণ চলবে, সেই খবর। আরও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসনসংকট নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনাসংক্রান্ত নির্দেশনা, বন্ধ প্রাক্‌–প্রাথমিক

ফাইল ছবি

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর আগামীকাল রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। বিস্তারিত পড়ুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ, তবু হলে থাকছেন নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে শতাধিক কক্ষ গণরুম হিসেবে ব্যবহার করা হয়। এসব কক্ষে একসঙ্গে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী থাকেন। তবে বিজয় একাত্তর হলের এই গণরুমটিতে থাকছেন দেড় শতাধিক শিক্ষার্থী। গত ১৯ মার্চ দুপুরে
ছবি: প্রথম আলো

বাস্তবে এখন কত শিক্ষার্থী হলগুলোতে থাকছেন, তার সুনির্দিষ্ট হিসাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। তবে সে সংখ্যা ২০ হাজারের কম হবে না। সব হল মিলিয়ে শতাধিক কক্ষ ব্যবহার করা হয় গণরুম হিসেবে, যেখানে প্রতিটি কক্ষে একসঙ্গে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী থাকেন। বিস্তারিত পড়ুন...

অভ্যুত্থানে ক্ষমতা দখল, অভ্যুত্থানেই পুরো পরিবারসহ খুন হন আফগান প্রেসিডেন্ট দাউদ খান

আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট সরদার মুহাম্মদ দাউদ খান
ছবি: ভিডিও থেকে

১৯৭৮ সালের ২৭ এপ্রিল সকাল। কাবুলের আর্গ-ই-শাহি প্রাসাদে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট সরদার মুহাম্মদ দাউদ খান। এমন সময় উদ্ধত একদল সেনা ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে এল রাজপ্রাসাদে। খুন হলেন আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট। অভ্যুত্থানের ৩০ বছর পর ২০০৮ সালের ডিসেম্বরে দাউদ খানের মরদেহ শনাক্ত করা হয়েছিল। বিস্তারিত পড়ুন...

আইপিএলে বেধড়ক পিটুনি, অশ্বিন বললেন ‘বোলারদের বাঁচান’

আইপিএলে বোলারদের জন্য খারাপ লাগছে রবিচন্দ্রন অশ্বিনের। বোলারের হতাশার এই ছবিটি তোলা হয়েছে গতকাল পাঞ্জাব–কলকাতা ম্যাচে
আইপিএল

আইপিএলকে ক্রিকেট বলে মনে না হওয়ার কথা গত মাসেই বলেছেন রবিচন্দ্রন অশ্বিন। টুর্নামেন্টের ব্যাপ্তি এত বড় যে মাঝেমধ্যে ক্রিকেটটাই ঢাকা পড়ে যায় বলে মনে করেন ভারতের এই স্পিনার। তবে গতকাল রাতে ক্রিকেট ঢাকা পড়েনি; বরং সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড ও ছক্কা–বৃষ্টিতে ক্রিকেটের বিজ্ঞাপনটাই বেশি করে চোখে পড়েছে। বিস্তারিত পড়ুন...

সাক্ষীর বয়ান: যেভাবে শাকিব-অপুর বিয়ে হয়েছিল

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদ হয় তাঁদের
কোলাজ

শাকিব-অপুর বিয়েতে উপস্থিত ছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। ২০১৭ সালের শাকিব–অপুর নবম বিবাহবার্ষিকীতে তিনি প্রথম আলো বিনোদনের কাছে বিয়ের বিস্তারিত ঘটনা বর্ণনা করেন। তাঁর সেই বয়ানে আবার শোনা যাক কীভাবে হলো শাকিব-অপুর বিয়ে। বিস্তারিত পড়ুন...