চার শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে চমেকে ক্লাস বর্জন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চার সাধারণ ছাত্রকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে শনিবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন চমেকের ৬২ ব্যাচের শিক্ষার্থীরা।

গত বুধবার রাতে ছাত্রলীগের নেতারা চমেক প্রধান ছাত্রাবাসে চার সাধারণ ছাত্রকে নির্যাতন করেন বলে অভিযোগ। চারজনই এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

ছাত্রলীগের নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন জাহিদ হোসেন, সাকিব হোসেন, আবু রাইয়াত ও মোবাশ্বির। এর মধ্যে জাহিদ হোসেন ও সাকিব হোসেন চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া রাইয়াত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মোবাশ্বের নারায়ণগঞ্জে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে ৬২তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেন। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ক্লাস বর্জনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তবে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি।’

ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত সন্দেহে চার ছাত্রকে পর্যায়ক্রমে পেটানো হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীপন্থী ছাত্রলীগের পক্ষ এই শিক্ষার্থীদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন