সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও মতামত।

রোজায় স্কুল: হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি, শুনানি আগামীকাল

রমজানে স্কুল ছুটির বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, তা আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে
ফাইল ছবি

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ সোমবার স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...

ঢাকার ছয় হাসপাতালে রোগীদের জন্য কটু গন্ধের ভাত, পানির মতো ডাল ও ছোট টুকরার মাছ

হাসপাতালের খাবারে স্বাদ নেই, এ অভিযোগ রোগীদের। ৮ ফেব্রুয়ারি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে তোলা
ছবি: মানসুরা হোসাইন

বাগেরহাটের নৃপতি দাশ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাঁর জিবে অস্ত্রোপচার হয়েছে। তাই তাঁকে নল দিয়ে তরল খাবার খাওয়াতে হচ্ছে। তবে ৬ ফেব্রুয়ারি দুপুরে নৃপতির জন্য হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়েছিল, তাতে ছিল মোটা চালের ভাত, প্রায় গলে যাওয়া একটু সবজি, পাতলা ডাল আর ভেজে রান্না করা এক টুকরা মাছের লেজ।
বিস্তারিত পড়ুন...

সাংবাদিক অভিশ্রুতির মরদেহ বুঝে পেলেন বাবা

সাংবাদিক অভিশ্রুতি
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ বুঝে পেল তাঁর পরিবার। অগ্নিকাণ্ডের ১১ দিন পর আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিশ্রুতির মরদেহ তাঁর বাবা সবুজ শেখের কাছে হস্তান্তর করেছে। বিস্তারিত পড়ুন...

গাজায় ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: এএফপি

গাজায় কয়েক মাসের যুদ্ধে ১৩ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা জানিয়েছেন। যদিও তা জানাতে গিয়ে নেতানিয়াহু ফিলিস্তিনি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছেন।
বিস্তারিত পড়ুন...

তামিমের ফেরা নিয়ে খালেদ মাহমুদ, ‘শর্ত দিয়ে খেলবে, কথাটা শুনতে যেন কেমন শোনায়’

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল
ফাইল ছবি

‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে’—বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে এ কথা বলেছিলেন। তামিমের কথার সূত্র ধরে বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি নাজমুল হাসানকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, তামিমের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলবে বিসিবি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন