সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ

জুমার নামাজের পর চুয়েটের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
ছবি: প্রথম আলো

সম্প্রতি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টরপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কয়েক শ শিক্ষার্থী।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আনুমানিক ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি চেয়ে স্লোগান দেন। এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

শিক্ষার্থীদের বক্তব্য, ‘সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।’

আরও পড়ুন