গাফিলতি থাকলে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ছবি: সৌরভ দাশ

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্ত করে যদি কারও গাফিলতি থাকে, তাহলে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত কনটেইনার ডিপো পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো অপরাধীকে দায়মুক্ত করি না। যে বা যাঁরা অপরাধ করেছেন, তার তদন্ত হচ্ছে। তারপর চিহ্নিত হবে এ ঘটনার সঙ্গে জড়িত বা অবহেলার বিষয়টি। এরপর এ ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’

আরও পড়ুন

গত শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগলে তা নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এক পর্যায়ে আগুন ছড়িয়ে রাসায়নিক থাকা কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ডিপো এলাকা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

নেদারল্যান্ডস ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগে এই কনটেইনার ডিপো গড়ে ওঠে। এখানে বাংলাদেশের স্মার্ট গ্রুপের অংশীদারি রয়েছে। যে হাইড্রোজেন পার-অক্সাইড নামের রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটিও স্মার্ট গ্রুপের আরেক প্রতিষ্ঠান আল রাজী কেমিক্যাল কমপ্লেক্সের।

আরও পড়ুন

পোশাক, এলপিজি ও খাদ্যপণ্য খাতে বিনিয়োগ রয়েছে স্মার্ট গ্রুপের। এই কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিএম কনটেইনার ডিপোর চেয়ারম্যান বার্ট প্রঙ্ক।

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন মোস্তাফিজুর রহমান। পরিচালক হলেন স্মার্ট জিনসের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। মুজিবুর সম্পর্কে মোস্তাফিজুরের ভাই। মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে আছেন। বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে তাঁতে সাড়া দেয়নি দল।

বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের নয়জন কর্মী রয়েছেন। এ ছাড়া অগ্নিনির্বাপন বাহিনীর ১৫ জন কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁদের অবস্থা সংকটাপন্ন। তাঁরা সুস্থতা লাভ করুন, সেই দোয়া চাইছেন।

আরও পড়ুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন। এখানে রাসায়নিকের কনটেইনার বিস্ফোরণে নিহত হয়েছেন ৪১ জন। আজ সোমবার বেলা ২টায়
ছবি: সৌরভ দাশ

এই বিস্ফোরণে ৪৯ জন নিহত হয়েছেন বলে গতকাল চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানিয়েছিলেন। তবে আজকে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেছেন, ‘এখন পর্যন্ত মরদেহ পাওয়া গেছে ৪১ জনের। তাই নিহত মানুষের সংখ্যা ৪১।’

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভয়ানক এ দুর্ঘটনায় অফিশিয়াল হিসেবে ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জন মারা গেছেন। হিসাবের মধ্যে কিছুটা তারতম্য থাকলেও সব তদন্তের পর কয়জন মারা গেছেন বা কয়জন আহত হয়েছেন, তা আমরা বলতে পারব।’ তিনি সাধারণ মানুষকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুনঃ