দেশের জনতা ব্যাংক চলছে ধারে, যুক্তরাষ্ট্রের ১৮৬ ব্যাংক ঝুঁকিতে

তারল্যসংকটে পড়ে প্রতিদিন আট হাজার কোটি টাকার বেশি ধার করতে হচ্ছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংককে। গত এক বছরে বেড়েছে ব্যাংকটির খেলাপি ঋণও। এমন কঠিন সময়ে ব্যাংকটির অন্যতম বড় গ্রাহক অ্যাননটেক্সের ঋণের ৩ হাজার ৩৫৯ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর আগে ন্যাশনাল ব্যাংক চট্টগ্রামের একটি গ্রুপের ২ হাজার ১৯৯ কোটি টাকার সুদ মওকুফ করে। তার পর থেকে বেসরকারি খাতের ব্যাংকটির তারল্যসংকট আরও প্রকট হয়।

এদিকে তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের আর্থিক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস একীভূত হয়েছে আরেক বৃহৎ ব্যাংকের সঙ্গে। ঘটনার এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের আরও ১৮৬টি ব্যাংক ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের অর্ধেক আমানতকারী যদি দ্রুত অর্থ তুলে নেন, তাহলে সেগুলোও বন্ধ করে দিতে হতে পারে।

চলতি সপ্তাহে (গত শনিবার থেকে আজ শুক্রবার) দেশে-বিদেশে অর্থনীতির এমন অনেক ঘটনা ঘটেছে। এর মধ্য থেকে আলোচিত ১০টি খবর নিয়েই থাকছে এ আয়োজন। কয়েক মিনিটের মধ্যেই চোখ বুলিয়ে নিতে পারেন—

ধারে চলছে জনতা ব্যাংক

জনতা ব্যাংক
ছবি: সংগৃহীত

হল-মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারির পর অ্যাননটেক্সকে দেওয়া জনতা ব্যাংকের ঋণই ছিল ব্যাংক খাতে আলোচিত ঋণ কেলেঙ্কারি। এটি একক ঋণের বৃহত্তম কেলেঙ্কারি হিসেবে পরিচিতিও পেয়েছিল। ব্যাংক ধারে চললেও অ্যাননটেক্সের ঋণের ৩ হাজার ৩৫৯ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিস্তারিত পড়ুন

সোনার দাম লাখ টাকা ছুঁই ছুঁই

সোনার দাম গত রোববার ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে দেয় জুয়েলার্স সমিতি। এতে দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৯৮ হাজার ৭৯৪ টাকায় উঠেছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে সোনার দাম দুবার বৃদ্ধি আর দুবার কমায় সমিতি। বিস্তারিত পড়ুন

বয়লার মুরগির দামে অস্থিরতা

পোলট্রি খাতের চার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

সপ্তাহজুড়েই ব্রয়লার মুরগির দামে অস্থিরতা ছিল। গত সোমবার ব্রয়লারের কেজি ২৮০ টাকায় উঠে যায়। গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পোলট্রি খাতের চার শীর্ষ প্রতিষ্ঠানকে তলব করে। তারা ১৯০-১৯৫ টাকায় ফার্ম পর্যায়ে মুরগি বিক্রির ঘোষণা। এর পরদিন, অর্থাৎ আজ শুক্রবার সকালেই দাম কমতে শুরু করে। বিস্তারিত পড়ুন

মেট্রোরেলে চোখ এনবিআরের

মেট্রোরেল
ফাইল ছবি

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিডেট বা মেট্রোরেল কোম্পানি এই ভ্যাট দিতে চায় না। তাদের যুক্তি, এই মেট্রোরেলে অভিজাত শ্রেণি ভ্রমণ করে না, সাধারণ মানুষ ভ্রমণ করে। বিস্তারিত পড়ুন

২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেল বাংলার সমৃদ্ধি

জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ মিলেছে। সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসির মালিকানাধীন এ জাহাজের ক্ষতিপূরণ বাবদ বিমা কোম্পানির কাছ থেকে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার পেয়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য ১০৬ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩৭ কোটি টাকা। বিস্তারিত পড়ু

আলিবাবা বাংলাদেশে যে সুবিধা আনছে

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা
ছবি: রয়টার্স

চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা বাংলাদেশের আরও কোম্পানিকে তাদের ওয়েবসাইট ব্যবহার করে পণ্য বিক্রির সুযোগ দিতে চায়। এ জন্য আলিবাবা একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করেছে এবং বাংলাদেশি উৎপাদনকারীরা চাইলে এই ফি পরিশোধের মাধ্যমে ওই প্ল্যাটফর্মে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন। বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের আরও ১৮৬ ব্যাংক ঝুঁকিতে

তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের আর্থিক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস একীভূত হয়েছে আরেক বৃহৎ ব্যাংকের সঙ্গে। যুক্তরাষ্ট্রের আরও ১৮৬টি ব্যাংক ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের অর্ধেক আমানতকারী যদি দ্রুত অর্থ তুলে নেন, তাহলে সেগুলোও বন্ধ করে দিতে হতে পারে। বিস্তারিত পড়ুন

বিদেশি ঋণ শোধে সময় চায় শ্রীলঙ্কা

অর্থসংকটে জর্জরিত শ্রীলঙ্কা
ছবি: রয়টার্স

অর্থসংকটে জর্জরিত শ্রীলঙ্কা ১০ বছরের জন্য বৈদেশিক দেনা পরিশোধ স্থগিত রাখতে চায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলারের একটি সম্ভাব্য আর্থিক পুনরুদ্ধার ঋণ পাওয়ার ঠিক আগে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের দপ্তর এ কথা বলেছে। বিস্তারিত পড়ুন

বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে কেন

স্বর্ণের বার
ফাইল ছবি

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনা বাড়িয়েছে। ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ১ হাজার ১৩৬ টন সোনা মজুত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫০ টন বেশি। গত এক মাসে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ১৪৭ ডলার বেড়ে যাওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা আছে। বিস্তারিত পড়ুন

১০

ভারতে হীরাশিল্পে বিপ্লব

হীরা
ফাইল ছবি: এএফপি

ভারতে ডায়মন্ড বা হীরাশিল্পে এখন বিপ্লব চলছে। ল্যাবরেটরিতে হীরা উৎপাদনে (ল্যাব-গ্রোন ডায়মন্ড) ব্যাপক সম্ভাবনা দেখে উদ্যোক্তারা যেমন এই ব্যবসায়ে ঝুঁকছেন, তেমনি সরকারও নীতিসহায়তা প্রদান করছে। পশ্চিম ভারতের সুরাটকে বলা হয় হীরা পলিশিংয়ের রাজধানী। ধারণা করা হয়, বিশ্বের প্রতি ১০টির মধ্যে ৯টি হীরাই সুরাটে পলিশ করা হয়। বিস্তারিত পড়ুন

বাণিজ্য থেকে আরও পড়ুন