বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট চলছে

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে আজ শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ প্রার্থী। তাঁরা সম্মিলিত পরিষদ ও ফোরাম—এই দুই নির্বাচনকেন্দ্রিক প্যানেলে বিভক্ত।

ঢাকার পাশাপাশি বিজিএমইএর চট্টগ্রাম কার্যালয়েও একযোগে সংগঠনের ২০২৪-২৬ সাল মেয়াদি পর্ষদের ভোট গ্রহণ চলছে। এবার মোট ভোটার ২ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ঢাকার ভোটার ২ হাজার ৩২ জন এবং চট্টগ্রামের ৪৬৪ জন।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা এস এম মান্নান। তিনি বর্তমানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি। আর ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি বিজিএমইএর সাবেক সহসভাপতি।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ভোট শুরুর আগে ভোটকেন্দ্রের নিচে প্রার্থীদের দাঁড়ানো নিয়ে বচসা হয়। এ সময় উভয় প্যানেলের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উভয় প্যানেলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শুরুতে ভোটার কম থাকলেও পরে ভোটার বাড়তে থাকে।

অবশ্য প্রথম কয়েক ঘণ্টায় কত ভোট পড়েছে, সেটা জানাতে পারেননি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন। এ বিষয়ে তিনি দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ভোটের সংখ্যার বিষয়ে পরে জানাবেন।

তার আগে ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ সাংবাদিকদের বলেন, ‘এখন ভোটের পরিবেশ ভালো রয়েছে। এভাবে ভোট গ্রহণ চললে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। তবে ভোট গণনা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিলে সেখানেও সুষ্ঠু পরিবেশ থাকবে। আমরা চাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে আসুক।’

সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান প্রথম আলোকে বলেন, ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। ভোট গণনার বিষয়ে ফয়সাল সামাদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাহলে ভোট কীভাবে (কোন প্রক্রিয়ায়) গুনবে?

দেশের অধিকাংশ বাণিজ্য সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোট হয় না। তবে হাতে গোনা যে কয়টি সংগঠনে ভোট হয়, তার মধ্যে অন্যতম বিজিএমইএ। মাঝেমধ্যে অবশ্য এর ব্যত্যয়ও ঘটে। সে ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। ২০১৩ সালে সদস্যদের সরাসরি ভোটে বিজিএমইএর পর্ষদ নির্বাচিত হয়েছিল। পরেরবার সম্মিলিত পরিষদ ও ফোরাম দুই মেয়াদের জন্য সমঝোতা করে।

আরও পড়ুন

সর্বশেষ গত ২০২১ সালের নির্বাচনে সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। আর ফোরাম ১১ পরিচালক পদে জয় লাভ করে। তখন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে দুই বছরের জন্য পর্ষদ গঠিত হয়। তবে এক বছর সময় বাড়িয়ে নেয় বর্তমান পর্ষদ। সে জন্য নির্ধারিত সময়ের এক বছর পর এবার ভোট হচ্ছে।

এবারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়েছে। গত মাসের তৃতীয় সপ্তাহে ২ হাজার ৫৬৩ জনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ৪২৯ জনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বোর্ডে আবেদন করেন ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি অভিযোগ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইট তল্লাশি করে দেখা গেছে, এই ভোটারদের আয়কর প্রদানের হালনাগাদ তথ্য নেই। পরে বিষয়টি নিয়ে আপিল বোর্ড শুনানি করে। তাতে ৬৭ জন ভোটার বাদ পড়েন। এতে সংক্ষুব্ধ হয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনালে আবেদন করেন ফয়সাল সামাদ। পরে তিনি উচ্চ আদালতেও যান।

আরও পড়ুন