আরও ৩ পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেল

সবুজের মাঝে ছোট্ট এই পরিবেশবান্ধব কারখানাই ফতুল্লা অ্যাপারেলস। সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়ফাইল ছবি: প্রথম আলো

নতুন করে আরও তিনটি পোশাক  কারখানা ভবন পরিবেশবান্ধব সনদ পেয়েছে। কারখানাগুলো হচ্ছে—সুইসটেক্স ভিলেজ এবং ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যারের আরএমজি ভবন ও জিন্নাত নিটওয়্যারের প্রিন্টিং ভবন।  

চলতি ডিসেম্বর মাসে নতুন করে পাঁচটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবেশবান্ধব কারখানার সনদ পেয়েছে। আর তাতে বাংলাদেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে ১৮৩-তে দাঁড়াল। আর মাত্র ১৭টি প্রতিষ্ঠান সনদ পেলে পরিবেশবান্ধব কারখানা নির্মাণে ডাবল সেঞ্চুরি বা দ্বিশত হয়ে যাবে বাংলাদেশের। তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন
পরিবেশবান্ধব কারখানা ফতুল্লা অ্যাপারেলসে কাজ করছেন শ্রমিকেরা। সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়
ফাইল ছবি: প্রথম আলো

বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। তারা ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। সনদটি পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। এ জন্য নতুন ভবন নির্মাণ কিংবা পুরোনো ভবন সংস্কার করে আবেদন করা যায়।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউএসজিবিসি। সংস্থাটির অধীনে কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন, স্কুল, হাসপাতাল, বাড়ি, বিক্রয়কেন্দ্র, প্রার্থনার কেন্দ্র ইত্যাদি পরিবেশবান্ধব স্থাপনা হিসেবে গড়ে তোলা যায়। লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট আছে। এর মধ্যে পয়েন্ট ৮০-এর ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ মেলে। বাংলাদেশের পরিবেশবান্ধব স্থাপনাগুলো অধিকাংশই ইউএসজিবিসির অধীন সনদ পেয়েছে।

আরও পড়ুন

পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু বাংলাদেশে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে তিনি স্থাপন করেন ভিনটেজ ডেনিম স্টুডিও। তাঁর দেখানো পথ ধরে দেশে পরিবেশবান্ধব কারখানা নির্মাণে দ্বিশতকের পথে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বে অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্রকল রয়েছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতের পাশাপাশি শিপইয়ার্ড, জুতা ও ইলেকট্রনিক পণ্য খাতে আছে পরিবেশবান্ধব কারখানা। বাণিজ্যিক ভবনও হচ্ছে পরিবেশবান্ধব, তবে সংখ্যায় কম।

বিজিএমইএর তথ্যানুযায়ী, বাংলাদেশে লিড সনদ পাওয়া ১৮৩ পোশাক ও বস্ত্র কারখানার মধ্যে ৬০টি লিড প্লাটিনাম, ১০৯ গোল্ড, ১০ সিলভার ও ৪টি সার্টিফায়েড সনদ পেয়েছে। নতুন সনদ পাওয়া সুইসটেক্স ভিলেজ লিড গোল্ড এবং ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যারের দুটি ভবনই লিড প্লাটিনাম সনদ পেয়েছে।