আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ২৯ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৮ জন ব্যবসায়ী। তাঁদের মধ্যে ঢাকার ২৬টি পরিচালক পদের বিপরীতে ৪৬ জন এবং চট্টগ্রামে ৩টি পরিচালক পদের বিপরীতে আছেন ২ জন। তার মানে চট্টগ্রামে নির্বাচনের প্রয়োজন পড়বে না। উল্টো একটি পদ ফাঁকা থাকবে।
রিহ্যাবের নির্বাচন বোর্ড আজ মঙ্গলবার সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদে ২৯ পরিচালক পদের বিপরীতে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের ১০ জন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সরকার তারিকুল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করে। সেই নির্বাচন বোর্ড গত ২০ জুলাই রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
রিহ্যাবে একসময় উৎসবমুখর পরিবেশে ভোটাভুটি হতো। ২০১৪ সালে ভোট ছাড়াই সভাপতি পদে আসেন আলমগীর শামসুল আলামিন। তারপরের তিন মেয়াদেও সমঝোতার ভিত্তিতে কমিটি হয়েছে এই সংগঠনে। দীর্ঘদিন ধরে ভোট না হওয়ায় এবার রিহ্যাবের সাধারণ সদস্যদের মধ্যে এই নির্বাচন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
সংগঠনটির ঢাকায় ২৬ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেওয়ান নাসিরুল হক, মোহাম্মদ আলীমুল্লাহ, মো. ওহিদুজ্জামান, মহসিন মিয়া, মিরাজ মুকেতাদার, মোহাম্মদ আনসার আলী, মো. মোবারক হোসেন, শেখ মো. সোয়েব উদ্দিন, মো. হারুন অর রশীদ, সেলিম রাজা, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম খান, জসিম উদ্দিন, এস এম হাফিজ আল-আসাদ, নজরুল ইসলাম, জেড এম গোলাম নবী, মো. মনির হোসেন, মো. আল আমিন, মো. মনজুরুল ফরহাদ, এন এম নূর-কুতুবুল আলম, সৈয়দ মো. জুনায়েদ আনোয়ার, আবুল খায়ের, এস এম পলাশ, মো. শেখ সাদি, আবদুর রাজ্জাক, এ এফ এম ওয়ায়দুল্লাহ, সুরাজ সরদার, আবদুল লতিফ, মো. আইয়ূব আলী, কামরুল ইসলাম, মোল্লা মো. আবুল হোসেন, এম এ আউয়াল, লিয়াকত আলী ভূঁইয়া, মো. এমদাদুল হক, মো. মুমতাজুল করিম, খুররাম সিদ্দিক, মো. ফারুক আহমাদ, আমাতুন নূর, নিয়ামুল হাসান, এস এম জাহিদুল ইসলাম, এম রুহুল আমিন, মোহাম্মদ আক্তার বিশ্বাস, এ এম কামাল, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, শরীফ আজিজুল হাসান এবং তাওহিদা সুলতানা।
অন্যদিকে চট্টগ্রামে তিনটি পদের বিপরীতে বৈধ প্রার্থী আছেন মোহাম্মদ জাফর এবং দেলোয়ার হোসেন।
রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি এবং চারজন সহসভাপতি আগামী নির্বাচন করছেন না। জানতে চাইলে সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, ‘আমি টানা ৯ বছর দায়িত্ব পালন করেছি। আমি আর দায়িত্ব পালন করতে চাই না। সে কারণে মনোনয়নপত্র কিনি নাই।’
জানা যায়, রিহ্যাবের এই নির্বাচনপ্রক্রিয়ার শুরু থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। গত মাসে নির্বাচন কমিশন গঠনে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি—এমন অভিযোগ তুলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে অভিযোগ দিয়েছে রিহ্যাবের একটি পক্ষ। এ ছাড়া ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতেও গেছেন বর্তমান পর্ষদের সহসভাপতি কামাল মাহমুদ।