একই দিনে দুটি চাকরির ভাইভা থাকায় নার্ভাস ছিলাম

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এ পর্বে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন গত বছর বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পাওয়া আতিক জাফর।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে মৌখিক পরীক্ষার দিন আরেকটি ভাইভার তারিখ পড়েছিল আতিক জাফরের। তিনি বলেন, ‘সকালে এডি পদের ভাইভা ছিল আর দুপুরে ছিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক পদের ভাইভা। একই দিনে দুটি ভাইভা থাকায় নার্ভাস ছিলাম।’  

আরও পড়ুন

সহকারী পরিচালক (জেনারেল) পদের মৌখিক পরীক্ষায় ১০টি প্রশ্ন করা হয় আতিক জাফরকে। এর মধ্যে একটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিলেন। আর একটি প্রশ্ন ঠিকমতো শুনতে পারেননি। আতিক জাফর প্রথম আলোকে বলেন, ৮ থেকে ১০ মিনিটের মতো ভাইভা নেওয়া হয়। সকালে এডি পদের ভাইভা শেষ করে বেলা একটায় আগারগাঁওয়ে কর্ণফুলী গ্যাসের সহকারী ব্যবস্থাপক পদের ভাইভা দিয়েছিলাম। একই দিনে দুটি ভাইভা থাকায় একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম।

সহকারী পরিচালক (জেনারেল) পদের মৌখিক পরীক্ষায় আতিক জাফরের বোর্ড ছিল এক নম্বর। বোর্ড চেয়ারম্যান ছিলেন ডেপুটি গভর্নর কাজী সাঈদুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন তিনজন এক্সটার্নাল। চূড়ান্ত ফলাফলে আতিক জাফর মেধাতালিকায় ৪২তম হয়েছিলেন।  

আরও পড়ুন

আতিক জাফর এখন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তিনি তাঁর মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা জানাচ্ছেন।

প্রার্থী: May I come in, sir?

বোর্ড চেয়ারম্যান: আসো আসো।

প্রার্থী: আসসালামু আলাইকুম, স্যার। (বলে সবার দিকে তাকিয়ে আরও একবার সালাম দিলাম। তাঁরা মাথা নাড়িয়ে সালামের জবাব দিলেন)

বোর্ড চেয়ারম্যান: বসো।

প্রার্থী: ধন্যবাদ, স্যার।

বোর্ড চেয়ারম্যান: মাস্টার্স করেছ?

প্রার্থী: জি স্যার। আমার অনার্স ও মাস্টার্স মার্কেটিং বিষয়ে।

বোর্ড চেয়ারম্যান: কোন বিশ্ববিদ্যালয় থেকে?

প্রার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

চেয়ারম্যান স্যার ইশারা দিয়ে অন্যদের প্রশ্ন করতে বললেন।

আরও পড়ুন

সদস্য-১: What is product concept and production concept?

প্রার্থী: Product concept is a description of a product and production concept is a marketing philosophy where business focuses on producing more goods in such a way to drive prices down.

সদস্য-১: Only product?

প্রার্থী: Sorry sir. product or service.

সদস্য-১: কোনটা আগে? প্রোডাক্ট কনসেপ্ট, নাকি প্রোডাকশন কনসেপ্ট?

প্রার্থী: স্যার প্রোডাকশন কনসেপ্ট প্রাচীন মতবাদ। প্রোডাক্ট কনসেপ্ট নতুন।

সদস্য-২: What is intermediate goods?

প্রার্থী: Intermediate goods is raw materials of making final product.

সদস্য-৩: বিদেশি ব্যাংক কয়টি ও কী কী?

প্রার্থী: স্যার, আমার জানামতে ১০টি। (এটি ভুল উত্তর দিয়েছিলাম। সঠিক উত্তর হবে ৯টি।) কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক আলফালাহ্, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, হাবিব ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এনএ।

সদস্য-৩: সিটি বানান করেন।

প্রার্থী: Citi

বোর্ড চেয়ারম্যান: আচ্ছা। What are the types of financial market?

প্রার্থী: sorry sir? (আমি মূলত একই দিনে কর্ণফুলীর ভাইভা থাকায় হঠাৎ অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তাই এই প্রশ্নটা খেয়াল করিনি। এটার উত্তর দুই প্রকার। মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট।)

বোর্ড চেয়ারম্যান: এটা না পারলে হবে? এটা তো পারা উচিত ছিল। আচ্ছা রেগুলেটরি অথোরিটি কয়টা সেগুলো বলোG

প্রার্থী: স্যার, মোট চারটি রেগুলেটরি বডি আছে। সব ব্যাংকের রেগুলেটরি অথোরিটি বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারের রেগুলেটরি অথোরিটি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এনজিওগুলোর অথোরিটি এমআরএ (মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথোরিটি) আর বিমা কোম্পানিগুলোর অথোরিটি আইডিআরএ।
বোর্ড চেয়ারম্যান: ইড্রা? ইড্রা?

প্রার্থী: জি স্যার ইড্রা। (ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথোরিটি)

বোর্ড চেয়ারম্যান: আর্থিক প্রতিষ্ঠানের আইনগুলো জানা আছে?

প্রার্থী: জি স্যার। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১। আর আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩।

বোর্ড চেয়ারম্যান: (অন্য স্যারদের দিকে তাকিয়ে) ওকে আসতে দিন। কী বলেন?
অন্য স্যাররা হ্যাঁ–সূচক মাথা নেড়ে আমাকে মুচকি হেসে বললেন, ঠিক আছে আপনি আসতে পারেন।