উপজেলা পোস্টমাস্টার পদের মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই
ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার (গ্রেড-১৩) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭০৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৮ জুলাই শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ২৯ জুলাই পর্যন্ত।
রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সব সনদের মূল কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।
গত ২৯ জুন উপজেলা পোস্টমাস্টারের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৭৯১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭০৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।