প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা, সিভি দিন
বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধীদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানীতে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের সিভি চাওয়া হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে।
সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এ চাকরি মেলা আয়োজনে অন্যতম প্রধান সহযোগিতাকারী প্রতিষ্ঠান।
অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত বা আবেদন ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে বা ই-মেইলে পাঠানো যাবে।
অনলাইনে আবেদন করার লিংক। সিভি ই-মেইল করার ঠিকানা: [email protected]।
এ ছাড়া প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের সাত কপি জীবনবৃত্তান্তসহ সশরীর মেলার দিন উপস্থিত হতে হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ৯টায় আগারগাঁওয়ে এনজিও–বিষয়ক ব্যুরোর অফিস ভবনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।