প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সময় প্রস্তুতি নেওয়ার। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৩০তম পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন ঢাকার কোতোয়ালি থানার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।
১.‘সুখী যেন নাহি হই আর কারও দুখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।’ কবিতার লাইন দুটি কার রচনা?
ক) মদনমোহন তর্কালঙ্কার
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
২. ‘খোদা’ কোন ভাষার শব্দ?
ক) আরবি শব্দ
খ) ফারসি শব্দ
গ) ফরাসি শব্দ
ঘ) পাঞ্জাবি শব্দ
৩. পিশাচ>পিচাশ—কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) স্বরাগম
ঘ) ধ্বনি বিপর্যয়
৪. ‘লোকমুখে এই কথা শুনেছি।’ লোকমুখে শব্দটি কোন কারক?
ক) করণ কারক
খ) কর্ম কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
৫. ‘বলাহক’ শব্দের যথার্থ প্রতিশব্দ কোনটি?
ক) রত্নাকর
খ) দ্বিরদ
গ) মৃগেন্দ্র
ঘ) জীমূত
৬.‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী?
ক) ইচ্ছাসূচক
খ) আদেশসূচক
গ) প্রশ্নসূচক
ঘ) বিস্ময়সূচক
৭. ‘রাত্রিকালীন যুদ্ধকে’ এককথায় কী বলা হয়?
ক) ভুজঙ্গ
খ) নৈশরণ
গ) সৌপ্তিক
ঘ) জুগুপ্সা
৮. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’—কে বলেছেন?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) প্রমথ চৌধুরী
গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ) কাজী আবদুল ওদুদ
৯. কোন জোড়টি ‘ঊর্মি’ শব্দের সমার্থক?
ক) তরঙ্গ, তুঙ্গ
খ) ঢেউ, পৃথ্বীশ
গ) কল্লোল, মনোজ
ঘ) বীচি, হিল্লোল
১০. ‘কাঁড়ি কাঁড়ি টাকা।’—এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষ্য
ঘ) বিশেষণ ও বিশেষণ
১১. নিচের কোনটি তদ্বিত প্রত্যয়?
ক) ছাপা+খানা
খ) জন+অক
গ) রাঁধ+উনি
ঘ) কাঁদ+না
১২. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
ক) কর্মধারয় সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) তৎপুরুষ সমাস
১৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মনোকষ্ট
খ) মণকষ্ট
গ) মনঃকষ্ট
ঘ) মনকস্ট
১৪. ‘শিবরাত্রির সলতে’—বাগধারাটির অর্থ কী?
ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব
১৫.‘পয়জার’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) পাদুকা
খ) উন্মাদ
গ) সুতার
ঘ) দাঁড়িপাল্লা
১৬. ‘এত অল্প টাকায় মাস চলবে না’ এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) সংকুলান হওয়া
খ) প্রচলিত হওয়া
গ) অবলম্বন করা
ঘ) সময় দেওয়া
১৭. ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রজ্ঞা
খ) স্থিরতা
গ) মনস্বিতা
ঘ) নির্বোধ
১৮. ‘বিড়ালাক্ষী’ কোনো সমাস?
ক) অব্যয়ীভাব সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস
১৯. ‘তিতাস একটি নদীর নাম’ এখানে ‘নদী’ কোনো প্রকার বিশেষ্য?
ক) জাতিবাচক
খ) নামবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
২০.‘ঝিলিমিলি’ গ্রন্থখানি কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) সংগীত
উত্তর—
১. ক, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০.খ।