উপজেলা পোস্টমাস্টারের চাকরি, ২ লাখ প্রার্থীর মধ্যে এগিয়ে থাকতে যা করণীয়

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ডাক বিভাগের অধীন ডাক অধিদপ্তরের ১৩তম গ্রেডভুক্ত উপজেলা পোস্টমাস্টার পদের প্রিলিমিনারি পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। তুমুল প্রতিযোগিতামূলক এই পরীক্ষা ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার ৬৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ডাক অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা পোস্টমাস্টারের ৯৬টি পদের বিপরীতে অংশ নেবেন ২ লাখ ১৭ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী। একটি পদের জন্য আবেদনকারী ২ হাজার ২৬৬ জনের বেশি। পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী প্রথমে ৭০ নম্বরের এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

আরও পড়ুন

এই পদের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি না নিলে এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে পরীক্ষার্থীদের জন্য। তাই সময় নষ্ট না করে ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। শেষ সময়ের প্রস্তুতির জন্য পরীক্ষার্থীদের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, সেগুলো তুলে ধরা হলো।

আরও পড়ুন

পরীক্ষার মানবণ্টন

উপজেলা পোস্টমাস্টার পদে ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০, গণিতে ১৫, সাধারণ জ্ঞানে ১৫ নম্বরসহ মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

আরও পড়ুন

বাংলা

তৃতীয় শ্রেণির চাকরির পরীক্ষায় বাংলার ক্ষেত্রে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও উপন্যাস, চর্যাপদ, মধ্যযুগ, বিশিষ্ট মহিলা কবি ও ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জসীমউদ্‌দীন, আধুনিক যুগের নামকরা সাহিত্যিক, ধ্বনির পরিবর্তন, পদ, উপসর্গ, শব্দ, শুদ্ধ বানান, শুদ্ধ বাক্য, কারক, সমাস ও ফোর্ট উইলিয়াম কলেজ বিষয়গুলো গুরুত্বপূর্ণ। প্রস্তুতির জন্য নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বোর্ডের বই পড়া উচিত। যেকোনো চাকরির বই থেকে বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়া উচিত।

আরও পড়ুন

ইংরেজি

ইংরেজিতে ভালো করলে চাকরির পরীক্ষায় এগিয়ে থাকে চাকরিপ্রত্যাশীরা। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য, প্রিপজিশন, আর্টিকেল, বাক্য সঠিক লেখা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, শুদ্ধ, ইডিয়মস অব ফ্রেজ, রাইট ইউজ অব ভার্ব গুরুত্বপূর্ণ। যেকোনো ইংরেজি বই থেকে এসব বিষয় পড়া উচিত। এ ছাড়া আগের বছরের চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন অনুশীলন করতে হবে।

আরও পড়ুন

গণিত

গণিতের ১৫ নম্বরের জন্য লাভ-ক্ষতি, সুদকষা, শতকরা, বৃত্ত, ত্রিভুজ, আয়তক্ষেত্র, লগ, সূচক, সময়-গতি, গড়, ভগ্নাংশের বড়-ছোট, ধারা সম্পর্কিত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির বোর্ডের বই যথাসম্ভব অনুশীলন করতে হবে। চাকরির প্রস্তুতির উপযোগী যেকোনো গণিত বই থেকে ওপরের বিষয়গুলো ভালোভাবে শেষ করতে হবে।

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান অংশে বর্তমান সময়ে বিজ্ঞান ও আইসিটি সম্পর্কিত প্রশ্নও আসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গুপ্ত-মৌর্য-পাল আমল, বাংলাদেশের নদ-নদী, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, প্রত্নতাত্ত্বিক স্থান, বিভিন্ন স্মৃতিস্তম্ভ, জাদুঘর, সমসাময়িক তথ্য পড়তে হবে। এ ছাড়া যেকোনো সহায়ক বই ভালোভাবে আয়ত্তে আনলে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে।

এ ছাড়া কম্পিউটার অংশের জন্য প্রোটকল, সার্ভার, আইপি অ্যাড্রেস, বাইনারি-দশমিক, কম্পিউটারের প্রজন্ম, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের জন্য বিসিএস ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা আগের বছরের প্রশ্ন পড়লে কমন পাওয়া যেতে পারে।

**পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এই লিংকে