উপজেলা পোস্টমাস্টার পদে দুই লাখ প্রার্থীর পরীক্ষা ৩১ মে
ডাক অধিদপ্তরের ১৩তম গ্রেডের উপজেলা পোস্টমাস্টার পদের বাছাই পরীক্ষার সূচি, আসনবিন্যাস ও প্রবেশপত্রের ডাউনলোড লিংক প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পোস্টমাস্টার পদে লিখিত পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থী ২ লাখ ১৭ হাজার ৫৭৯ জন। রাজধানীর ৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
আবেদনকারী প্রার্থীরা এই লিংকে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, রোল নম্বর ১৬০০৪৩২৮০ থেকে ১৬০০৪৩২৩৬৯ পর্যন্ত প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। এসব প্রার্থীকে সংশোধিত প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, দৃষ্টিপ্রতিবন্ধী, আকস্মিক দুর্ঘটনার কারণে কিংবা স্থায়ী প্রতিবন্ধিতার কারণে নিজে হাতে লিখতে পারেন না—এমন পরীক্ষার্থী শ্রুতলেখক নিতে চাইলে ২০ মের মধ্যে আবেদন করতে হবে।
পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এই লিংকে ।