ওয়ান ব্যাংক নেবে ১০০ জন, সৃজনশীল-যোগযোগ দক্ষতা-আত্মবিশ্বাস থাকলে করুন আবেদন
বেসরকারি ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাংকটি কাজের চাপ সামলানোর ক্ষমতা, সৃজনশীল এবং উদ্ভাবনী, উদ্যমী, ভালো যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাসী কর্মী নিয়োগ দিতে চায়। স্নাতক পাসের যেকোনো শিক্ষার্থী অভিজ্ঞতা না থাকলেও সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার পদে আবেদন করতে পারবেন।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে দেশের স্বনামধন্য যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে।
অভিজ্ঞতা: আবেদনকারীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
বেতন: ২০,০০০-২২,০০০ টাকা (চুক্তিভিত্তিক)। এ ছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্য সুযোগ–সুবিধা।
আবেদনের বয়স: আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।