৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১২

মডেল: শিশির, রূপা ও রিয়াদছবি: খালেদ সরকার

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ১২তম পর্বে আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (ICJ) মামলা করে কোন দেশ?
ক. গাম্বিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. কাতার
ঘ. ইরান

২. ‘বাস্তিল দুর্গ’ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. শিল্পবিপ্লব
খ. অক্টোবর বিপ্লব
গ. অরেঞ্জ বিপ্লব
ঘ. ফরাসি বিপ্লব

আরও পড়ুন

৩. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. টোকিও
খ. প্যারিস
গ. নিউইয়র্ক
ঘ. সিউল

৪. নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডর?
ক. উজবেকিস্তান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-কাজাখস্তান
গ. উজবেকিস্তান-তাজিকিস্তান
ঘ. আজারবাইজান-আর্মেনিয়া

৫. সার্ক সাহিত্য পুরস্কার ২০২৩ লাভ করেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. নীলিমা ইব্রাহিম
গ. নির্মলেন্দু গুণ
ঘ. রাবেয়া খাতুন

৬. ফাইভ আইস (Five Eyes) কী ধরনের জোট?
ক. বুদ্ধিবৃত্তিক
খ. অর্থনৈতিক
গ. সামরিক
ঘ. রাজনৈতিক

আরও পড়ুন

৭. জিরোসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. মার্ক্সবাদ
খ. গঠনবাদ
গ. উদারতাবাদ
ঘ. বাস্তববাদ

৮. কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরিত হয় কত সালে?
ক. ২০০০
খ. ২০১০
গ. ২০১৩
ঘ. ২০১৫

৯. ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার ২০২৩ লাভ করে কোন সংস্থা?
ক. মিউজিক ক্রসরোডস
খ. মিউজিক কাউন্সিল
গ. কোরাল মিউজিক
ঘ. আর্টিস্টিক মিউজিক

১০. আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে কোন কনভেনশন গৃহীত হয়?
ক. রামসার
খ. বার্লিন
গ. টোকিও
ঘ. রটারডাম

আরও পড়ুন

১১. ‘কারগিল’ কোন দুটি দেশের বিরোধপূর্ণ সীমান্ত?
ক. চীন-ভারত
খ. বাংলাদেশ-ভারত
গ. আফগানিস্তান-পাকিস্তান
ঘ. ভারত-পাকিস্তান

১২. ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. মৌরিতানিয়া
খ. লাইবেরিয়া
গ. বুরুন্ডি
ঘ. মোজাম্বিক

১৩. রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুটির নাম কী?
ক. রাস্কি সেতু
খ. কার্চ সেতু
গ. ক্রিমিয়া সেতু
ঘ. সারাতোভ সেতু

১৪. ‘কপ ২৭’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি কোনটি?
ক. অ্যাকশন ফর ক্লাইমেট এমপাওয়ারমেন্ট
খ. লস অ্যান্ড ড্যামেজ ফিন্যান্সিং
গ. ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস
ঘ. টেকনোলজি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং

আরও পড়ুন

১৫. ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিল
খ. যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
গ. আর্জেন্টিনা, ব্রাজিল ও পেরু
ঘ. যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালি

১৬. ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি কোন যুদ্ধের সঙ্গে জড়িত?
ক. ওয়াটারলু যুদ্ধ
খ. ক্রিমিয়া যুদ্ধ
গ. আফিম যুদ্ধ
ঘ. পলাশীর যুদ্ধ

১৭. ‘কলোসিয়াম’ কোন সভ্যতায় গড়ে ওঠে?
ক. রোমান সভ্যতা
খ. সিন্ধু সভ্যতা
গ. অ্যাসিরীয় সভ্যতা
ঘ. গ্রিক সভ্যতা

১৮. ‘I have a dream’ শীর্ষক বক্তৃতাটি কার?
ক. মাহাথির মোহাম্মদ
খ. নেলসন ম্যান্ডেলা
গ. মার্টিন লুথার কিং জুনিয়র
ঘ. মহাত্মা গান্ধী

আরও পড়ুন

১৯. ‘কারগিল’ কোন দুটি দেশের বিরোধপূর্ণ সীমান্ত?
ক. চীন-ভারত
খ. বাংলাদেশ-ভারত
গ. আফগানিস্তান-পাকিস্তান
ঘ. ভারত-পাকিস্তান

২০. জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি ‘বিশ্ব সংসদ’ হিসেবে বিবেচিত হয়?
ক. নিরাপত্তা পরিষদ
খ. অছি পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ. সাধারণ পরিষদ

মডেল টেস্ট ১২–এর উত্তর

১. খ। ২. ঘ। ৩. ঘ। ৪. ঘ। ৫. ক। ৬. ক। ৭. ঘ। ৮. ক। ৯. ক। ১০. ঘ।
১১. ঘ। ১২. খ। ১৩. খ। ১৪. খ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. গ। ১৯. ঘ। ২০. ঘ।

আরও পড়ুন