৪৬তম বিসিএস পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৭

মডেল: ইয়াসফি ও নুসরাতছবি: খালেদ সরকার

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের আজ ২৭তম পর্বে ভূগোল বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্রে সহায়তা করছে কোন প্রতিষ্ঠান?  
ক) আবহাওয়া অধিদপ্তর
খ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
গ) স্পারসো
ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়  

২. পৃথিবী ঠিক মাঝখান দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?  
ক) নিরক্ষরেখা
খ) দ্রাঘিমারেখা  
গ) মূল মধ্যরেখা  
ঘ) সমাক্ষরেখা  

আরও পড়ুন

৩. সমুদ্র তলদেশের ভূত্বক কোনটি?  
ক) সিয়াল
খ) সিমা
গ) গুরুমণ্ডল
ঘ) কেন্দ্রমণ্ডল

৪. নিচের কোনটি পাললিক শিলা?  
ক) বেলে পাথর
খ) ব্যাসল্ট
গ) গ্রানাইট
ঘ) মার্বেল

৫. বাসন্ত বিষুব বলে কোন দিনকে?    
ক) ২২ ডিসেম্বর
খ) ২১ জুন
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২১ মার্চ

৬. দুটি প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ঘণ্টা?
ক) ৬ ঘণ্টা
খ) ৮ ঘণ্টা
গ) ১২ ঘণ্টা
ঘ) ২৪ ঘণ্টা

আরও পড়ুন

৭. পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ কোনটি?  
ক) কাসপিয়ান হ্রদ
খ) সুপিরিয়র হ্রদ
গ) মিড হ্রদ
ঘ) বৈকাল হ্রদ

৮. আরব মরুভূমি কয়টি দেশে বিস্তৃত?
ক) ৮
খ) ৯
গ) ১০
ঘ) ১১

৯. নিচের কোনটি টারশিয়ারি যুগের পাহাড় নয়?
ক) মধুপুর  
খ) হিমালয়
গ) লুসাই পাহাড়
ঘ) রাঙামাটি অঞ্চলের পাহাড়

১০. ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি?    
ক) সুরমা
খ) ধরলা
গ) যমুনা
ঘ) করতোয়া

আরও পড়ুন

১১. মিয়ানমার ও থাইল্যান্ডকে পৃথককারী নদীর নাম কী?  
ক) ইরাবতী
খ) কালাদান
গ) চিনদিন
ঘ) সালবিন

১২. সর্বশেষ বাঘশুমারি হয় কত সালে?  
ক) ২০১৮
খ) ২০১৯
গ) ২০২২
ঘ) ২০২১

১৩. নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?    
ক) রাঙামাটি
খ) বান্দরবান  
গ) খাগড়াছড়ি
ঘ) কক্সবাজার

১৪. প্রতি ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায়—
ক) ১০ ডিগ্রি সেলসিয়াস
খ) ১৬ ডিগ্রি সেলসিয়াস
গ) ৬ ডিগ্রি সেলসিয়াস
ঘ) ৪ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন

১৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থিত কোথায়?  
ক) তুরস্ক
খ) গ্যাবোন
গ) মেক্সিকো
ঘ) সিঙ্গাপুর

১৬. বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
ক) বন্যা
খ) ঘূর্ণিঝড়
গ) খরা
ঘ) নদীভাঙন

১৭. ২০২৩ সালে তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা কত ছিল?  
ক) ৭.৬
খ) ৭.৭
গ) ৭.৮
ঘ) ৭.৯

১৮. নিচের কোনটি দুর্যোগ প্রশমনের অন্তর্ভুক্ত?    
ক) রাস্তাঘাট নির্মাণ
খ) শক্ত অবকাঠামো নির্মাণ  
গ) ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ
ঘ) নদী খনন

আরও পড়ুন

১৯. বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?    
ক) ভুটান
খ) জাপান
গ) বাংলাদেশ
ঘ) নেপাল

২০. কপ-১৫ সম্মেলনে তাপমাত্রা বৃদ্ধির হার কত ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার অঙ্গীকার করা হয়?    
ক) ১ ডিগ্রি
খ) ১.৫ ডিগ্রি
গ) ৩ ডিগ্রি
ঘ) ২ ডিগ্রি

মডেল টেস্ট ২৭-এর উত্তর

১. গ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. ঘ। ৬. গ। ৭. খ। ৮. ক। ৯. ক। ১০. গ।
১১. ঘ। ১২. ক। ১৩. ঘ। ১৪. গ। ১৫. ক। ১৬. ক। ১৭. গ। ১৮. খ। ১৯. গ। ২০.ঘ।

আরও পড়ুন