১৮তম শিক্ষক নিবন্ধন: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৬

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ১৬তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।

১. ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ গঠিত হয় কত সালে?
ক. ১৯৪৭
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪

২. গুড ফ্রাইডে চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
ক. ব্রিটেন ও আয়ারল্যান্ড
খ. ফ্রান্স ও ভিয়েতনাম
গ. মিশর ও ইসরাইল
ঘ. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড

আরও পড়ুন

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে দেওয়া হয়?
ক. চতুর্দশ সংশোধনী
খ. ষোড়শ সংশোধনী
গ. পঞ্চদশ সংশোধনী
ঘ. সপ্তদশ সংশোধনী

৪. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
ক. মন্টেনিগ্রো
খ. ফিনল্যান্ড
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন

৫. ‘ভূরাজনীতি’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. গডফ্রে
খ. ইমানুয়েল কান্ট
গ. রুডলফ ক্যাজলেন
ঘ. স্পাইকম্যান

৬. আর্জেন্টিনার রাজধানীর নাম কী?
ক. বুয়েন্স আয়ার্স
খ. কারাকাস
গ. জর্জ টাউন
ঘ. সান্তিয়াগো

আরও পড়ুন

৭. ‘এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাদতে আসিনি’ কবিতার লাইনটির রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. মাহবুব উল আলম চৌধুরী
গ. শামসুর রাহমান
ঘ. প্রমথ চৌধুরী

৮. কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২-এ ‘গোল্ডেন বল’ লাভ করেন কে?
ক. লিওনেল মেসি
খ. আশরাফ হাকিমি
গ. এমিলিয়ানো মার্টিনেজ
ঘ. এনজো ফার্নান্দেজ

৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা অনুসারে, এই সংবিধান কত বঙ্গাব্দে সমবেতভাবে গ্রহণ করা হয়েছিল?
ক. ১৭ অগ্রহায়ণ ১৩৭৮
খ. ১৬ কার্তিক ১৩৯৭
গ. ১৮ আশ্বিন ১২৭৯
ঘ. ১৮ কার্তিক ১৩৭৯

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে নিউজ উইক ম্যাগাজিন কত সালে স্বীকৃতি দেয়?
ক. ৭ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ৫ জানুয়ারি ১৯৭২
ঘ. ৫ এপ্রিল ১৯৭১

আরও পড়ুন

১১. ‘কারাগারের রোজনামচা’ বইটির নামকরণ করেন কে?
ক. তারিক সুজাত
খ. শেখ হাসিনা
গ. শেখ রেহানা
ঘ. ফকরুল আলম

১২. ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা সেনানিবাস
গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩. স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে কোন সংস্থার?
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. সার্ক

১৪. জেনেভা কনভেনশন সম্পাদিত হয় কত সালে?
ক. ১৯১৯
খ. ১৯৪৮
গ. ১৯৮৩
ঘ. ১৯৪৯

আরও পড়ুন

১৫. ক্ষুদ্র মাপের বিদ্যুৎপ্রবাহ নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক. ক্যালরিমিটার
খ. গ্যালভানোমিটার
গ. ট্যাকোমিটার
ঘ. পাইরোমিটার

১৬. এমসিকিউ পরীক্ষার মূল্যায়নে কোনটি ব্যবহার করা হয়?
ক. ওএমআর
খ. ওসিআর
গ. এমআইসিআর
ঘ. স্ক্যানার

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কাপ্তাই, রাঙ্গামাটি
খ. ভেড়ামারা, কুষ্টিয়া
গ. কেরানীগঞ্জ, ঢাকা
ঘ. ঈশ্বরদী, পাবনা

১৮. ‘শুভলং ঝর্ণা’ কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. রাঙামাটি
গ. বান্দরবান
ঘ. খাগড়াছড়ি

আরও পড়ুন

১৯. বিশ্ব এইডস দিবস কবে?
ক. ২১ সেপ্টেম্বর
খ. ১ ডিসেম্বর
গ. ১২ অক্টোবর
ঘ. ১৯ ডিসেম্বর

২০. ‘গণহত্যা জাদুঘর’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা
ঘ. খুলনা

মডেল টেস্ট ১৬ -এর উত্তর

১. গ। ২. ক। ৩. গ। ৪. ক। ৫. গ। ৬. ক । ৭. খ। ৮. ক। ৯. ঘ । ১০. ঘ।
১১. গ। ১২. ঘ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. খ। ১৬. ক। ১৭. ঘ। ১৮. খ। ১৯. খ। ২০. ঘ।