আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০, সপ্তাহে দুই দিন ছুটি

মডেল: জিসা
ছবি: শুভ্র কান্তি দাশ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম–এশিয়া বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: প্রোগ্রাম অফিসার
    পদসংখ্যা:
    প্রকল্পের নাম: জার্নালিস্ট ইউথ ইনহেন্সড সেফটি অ্যান্ড সিকিউরিটি (জেইএসএস)
    যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া ডেভেলপমেন্ট, আইন, ডেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রাইটস, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় প্রকল্প বাস্তবায়ন ও ম্যানেজমেন্ট স্তরে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল সেফটি অ্যান্ড প্রটেকশন, প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মার্কিন সরকারের অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রটেক্টিং ইস্যুস ইমপ্যাক্টিং জার্নালিস্ট বা হিউম্যান রাইটস ডিফেন্ডারসে জানাশোনা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা টাইপিং জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা, সপ্তাহে দুই দিন ছুটি।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for this job–এ ক্লিক করে আবেদন করতে হবে।

  • ২. পদের নাম: প্রোগ্রাম অফিসার
    পদসংখ্যা:
    প্রকল্পের নাম: আওয়ার ভয়েস আওয়ার চয়েস (ওভিওসি)
    যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া ডেভেলপমেন্ট, আইন, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রাইটস, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় প্রকল্প বাস্তবায়ন ও ম্যানেজমেন্ট স্তরে অন্তত বেশ কয়েক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যান রাইটস, ডিজিটাল সেফটি অ্যান্ড প্রটেকশন, প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রটেক্টিং ইস্যুস ইমপ্যাক্টিং জার্নালিস্ট বা হিউম্যান রাইটস ডিফেন্ডারসে জানাশোনা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা টাইপিং জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply for this job-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২২।