তুলা উন্নয়ন বোর্ডে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা
তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) স্থগিত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩য় শ্রেণিভুক্ত বিভিন্ন পদের লিখিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর বেলা ২টায় ধানমন্ডি গভ. হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে টেলিটকের মাধ্যমে আবেদনকারীদের পরীক্ষার সময়সূচি খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
গতবছর সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী (৭০টি) পদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।