বিটিভির উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) ‘উপসহকারী প্রকৌশলী’ পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়। প্রার্থীদের মোট ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের বাছাই পরীক্ষা আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগরে এই পরীক্ষা নেওয়া হবে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৭।
বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার তারিখ, সময়সূচি ও কেন্দ্রের নাম এই লিংকে দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
পরীক্ষার্থীরা পরীক্ষার হলে হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। প্রবেশপত্রে উল্লিখিত ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য, বাছাই পরীক্ষার জন্য প্রযোজ্য নয়।
ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।
পরীক্ষার হলে গয়না-অলংকার জাতীয় কিছু ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার হলে ক্রেডিট কার্ড/ ব্যাংক কার্ডসদৃশ কোনো কিছু বহন করা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে। ওই প্রার্থীকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। পূর্ণমান হবে ১০০। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা হবে। পরীক্ষার জন্য পূর্ণ সময় এক ঘণ্টা।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের (যদি থাকে) মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ৪ এপ্রিলের মধ্যে (অফিস চলাকালীন) শ্রুতলেখকের জন্য কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-২ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করে কর্ম কমিশন থেকে শ্রুতলেখক প্রদান করা হবে।
প্রতিবন্ধী পরীক্ষার্থী কর্তৃক কমিশনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতলেখককে ছবিসংবলিত অনুমতিপত্র প্রদান করা হবে। কমিশন থেকে ইস্যুকৃত ছবিযুক্ত অনুমতিপত্রসহ শ্রুতলেখককে সংশ্লিষ্ট প্রতিবন্ধী পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা হলে উপস্থিত হতে হবে।