মেঘনা ব্যাংক নেবে এমটিও, মাসে বেতন ৫০ হাজার, দরকার নেই অভিজ্ঞতার

মেঘনা ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে আবেদনের শেষ হবে ২৫ জুলাইছবি: মেঘনা ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া

বেসরকারি মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগ্রহীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এ বছরের ২৫ জুলাইয়ে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

ইউজিসি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ–৪–এর স্কেলে ৩ বা সিজিপিএ–৫–এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে।

আরও পড়ুন

বেতন–ভাতা

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদটির প্রথম এক বছর প্রবেশনকাল। প্রবেশনকালে মাসে বেতন হবে ৫০ হাজার টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা ও অন্য সুযোগ–সুবিধা মিলবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মেঘনা ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটে থেকে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারি ও আবেদনের পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন।