প্রবাসীকল্যাণ ব্যাংকে নির্বাচিতদের যোগদান ১ সেপ্টেম্বর
প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০২০ সালভিত্তিক অফিসার (ক্যাশ) (গ্রেড-১০) পদে ৪২ জন প্রার্থীকে নিয়োগ প্রদানের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ১ সেপ্টেম্বর পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে বলে প্রবাসীকল্যাণ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করে রেজিস্টার্ড ডাকযোগে তাঁদের ই-মেইলে এবং স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে পাঠানো হয়েছে।
প্রার্থীরা যথাসময়ে নিয়োগপত্র না পেলে সরাসরি মানবসম্পদ ও কল্যাণ বিভাগ, প্রবাসীকল্যাণ ব্যাংক, প্রধান কার্যালয়, প্রবাসীকল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ইস্কাটন, ঢাকায় যোগাযোগ করতে বলা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থলের ঠিকানা দেখা যাবে এই লিংকে।