বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ অক্টোবর

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকফাইল ছবি

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিভাগে স্থায়ী ও পূর্ণকালীন পদে জনবল নিয়োগ দেবে।

পদগুলো ও যোগ্যতা

সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ: প্রার্থীর কাছে প্রাসঙ্গিক ক্ষেত্রে পিএইচডি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে। শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

লেকচারার, ফার্মেসি বিভাগ: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম জিপিএ–৩.৫০ থাকতে হবে।

অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: প্রার্থীর পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১১ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা অথবা ১৪ বছরের সরকারি/প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৮ বছর সহকারী অধ্যাপক বা তার উচ্চতর পদে শিক্ষকতা। প্রকাশনা অন্তত ১১টি, যার মধ্যে ৫টি Scopus/Web of Science/ISI-সূচিবদ্ধ জার্নাল/বই বা অধ্যায়।

আরও পড়ুন

সহযোগী অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: পিএইচডি বা সমমানের ডিগ্রি, কমপক্ষে ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা। প্রকাশনা অন্তত ৫টি, যার মধ্যে ৩টি প্রথম লেখক হিসেবে।

সহকারী অধ্যাপক, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: পিএইচডি বা সমমানের ডিগ্রি, ন্যূনতম জিপিএ–৩.০০। এমএস/এমএসসি অথবা সমমানের ডিগ্রি এবং দুই বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে।

লেকচারার, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল: চার বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম জিপিএ–৩.৫০। মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদনপদ্ধতি

যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট ফর্ম (www.uap-bd.edu) পূরণ করে ২৯ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ (শিক্ষাগত সনদ, মার্কশিট, অভিজ্ঞতার সনদ, প্রকাশনা, জাতীয় পরিচয়পত্র, ছবি ইত্যাদি) একটি পিডিএফ ফাইলে [email protected]তে পাঠাবেন। হার্ডকপি গ্রহণযোগ্য নয়।

একনজরে

শিক্ষাপ্রতিষ্ঠান: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

পদ: সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রফেসর, লেকচারার

বিভাগ: ফার্মেসি ও কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল

কর্মস্থল: ঢাকা

আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৫

আবেদন: অনলাইনে [email protected]

আরও পড়ুন