বাংলাদেশ ব্যাংকে এডি পদে প্যানেল থেকে ৫৭ জন নির্বাচিত
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্যানেল থেকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে ৫৭ জনকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (এডি, সাধারণ) পদে নিয়োগের উদ্দেশ্যে গত বছরের ১০ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রণীত প্যানেল থেকে ৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্–পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র যাচাই/সংশোধন সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর
৮৮৬৯৩১, ৭৫৫০০৬, ৭৮২৯৭৯, ৮৪৭৮৬০, ৮৪৯৩৪০, ৮৯০৪০৭, ৮৮৭৭৮৮, ৮৮৮২৬৩, ৭৭১৩৫৫, ৮৩৭৭৮৩, ৮১৫৬৪৯, ৮৮১১৮৬, ৮২২৬৬১, ৮৮৫৮৪১, ৮৮৮০৮২, ৭৪১৮১৫, ৭০৯৩১৬, ৭৪২১৪১, ৭৮৯০৪৯, ৮৯৪২০০, ৭২২০৯১, ৭৪৪৮৫৮, ৭৬৩১৪৩, ৮৪৮৩৯১, ৭৩৫০২৭, ৮৭২৯৮৩, ৮১৩০৫০, ৮৮৮১৮৩, ৭৮৮৮৩৭, ৮২৮৬৪৬, ৭৫২৩৫৭, ৭৮৫৭৭৯, ৮১২০৪৭, ৮০৩২৫০, ৭০৭৫৭২, ৭৮৭২৪১, ৮৩১১৩২, ৮৬০২৭৫, ৮৬৭৯৭৮, ৮৮৬৮১৮, ৮৮৩৯০৫, ৭৪২১৩১, ৮২০৯০৬, ৭৭১৩২৬, ৭০৫৩৮৭, ৭৪৯৯৭৩, ৮৫৭৮০৯, ৭১৯৮৮৪, ৭৩৯৭১৬, ৭২১২৮০, ৮৮১৩৪৮, ৮৮৫৫৫১, ৮৫০১৮৮, ৭৫৩৮০৫, ৭৭২০১৮, ৮৮৫৩৩১ এবং ৭৪৫৩৮৩