কুড়িগ্রাম অতিরিক্ত জেলা জজ কার্যালয়ে চাকরি, পদ ৩৮

প্রতীকী ছবি: প্রথম আলো

কুড়িগ্রাম জেলা জজ আদালত জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই আদালতে ৩টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০- ২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

  • ২. পদের নাম: জারীকারক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

আরও পড়ুন
  • ৩. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ১৪
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীতের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, কুড়িগ্রাম ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। ১৫ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাবরক্ষক, নাজির, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর), জারীকারক ও অফিস সহায়ক পদে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন বিজ্ঞপ্তিতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/সমমান পদের বিপরীতে ২০০ টাকা এবং অন্যান্য প্রত্যেক পদের বিপরীতে ১০০ টাকা ‘চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত, কুড়িগ্রাম, হিসাব নম্বর-৫২০৮৪০২০০১৯১১, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা, কুড়িগ্রাম’ বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার মূল রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৩।