ব্র্যাক ব্যাংকে স্নাতক পাসে চাকরি, গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে বিজনেস রিলেশনশিপ অফিসার (ডিপোজিট প্রোডাক্টস)—ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: বিজনেস রিলেশনশিপ অফিসার (ডিপোজিট প্রোডাক্টস)—ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলসহ যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ইনসেনটিভ স্ট্রাকচারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ডিপোজিট অ্যাকুইজিশন অ্যান্ড মোবিলাইজেশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আকর্ষণীয় বেতন দেওয়া হবে
সুযোগ–সুবিধা: ইনসেনটিভ প্যাকেজ, সুদ ছাড়াই মোটরসাইকেল লোন, মুঠোফোন, যাতায়াত ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫।