ট্রেড ইনস্ট্রাক্টর পদে ৭২ জনকে নিয়োগের সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সেসিপ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৮ জন প্রার্থীর মধ্য থেকে ৭২ জন প্রার্থীকে ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

গতকাল মঙ্গলবার এনটিআরসিএ জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৭৬ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি। সুপারিশকৃত ৭২ প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শূন্য পদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছিল।

আরও পড়ুন