বেসরকারি প্রতিষ্ঠান নেবে ১০০ কর্মী, আবেদন ২৫ জুলাইয়ের মধ্যে

চাকরিপ্রতীকী ছবি

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ‘ফিল্ড অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে ওয়ালটন নেবে ১০০ কর্মী। ১২ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।

পূর্ণকালীন এ পদের চাকরির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আর প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে। ২২ থেকে ২৮ বছর বয়সী যে কেউ যোগত্যা পূরণ সাপেক্ষে এ পদে আবেদন করতে পারবেন। ‘ফিল্ড অফিসার’ পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।

আবেদনের যোগ্যতা

*এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ন্যূনতম ২ থেকে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

পদের দায়িত্ব

*মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্যভে‌দে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।

*সংশ্লিষ্ট এলাকার সব রিটেইল আউটলেট কভারেজ নিশ্চিত করা।

*ডিস্ট্রি‌বিউটর সময়মতো কা‌লেকশন প্রদান কর‌ছে কি না, তা ম‌নিট‌রিং করা।

*রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।

আরও পড়ুন

*ডিস্ট্রি‌বিউটরের স্টক বীজ‌মোশ‌নে আপ‌ডেট রাখা।

*নিজ বেইজের রি‌টেইলার‌দের তথ্য বীজ‌মোশন সি‌স্টে‌মে আপ‌ডেট করা।

*সকাল ৯টার আগে নির্ধা‌রিত বেইজ প‌য়ে‌ন্টে উপস্থিত হওয়া।

*কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করে।

*রি‌টেইল বি‌ক্রি পা‌র্টি টু পা‌র্টি বীজ‌মোশ‌নে স‌ঠিকভাবে এন্ট্রি নি‌শ্চিত করা। নতুন রি‌টেইলার তৈ‌রি করা।

*প্রতি মা‌সে ডিস্ট্রি‌বিউটরের কাছ থে‌কে লেজার ক্লিয়ারেন্স নি‌য়ে (ডিস্ট্রি‌বিউট‌রের সাইন ও সিলসহ) বীজ‌মোশন সি‌স্টে‌মে আপ‌লোড করা।

আরও পড়ুন

*মা‌র্কেটের পূ‌র্বের ব‌কেয়া তা‌গেদা করে কা‌লেকশন নিশ্চি‌ত করা।

*কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা।

*ডিস্ট্রি‌বিউট‌রের স্টক, ক্রেডিট এবং সব কমপ্লায়েন্স–সম্পর্কিত সমস্যাগুলো যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম (ASM) বা ডিএসএম (DSM) বরাবর প্রতিবেদন প্রদান করা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

২৫ জুলাই ২০২৫

আরও পড়ুন