কেয়ার বাংলাদেশে ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ২১ হাজার
বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ইউএসএআইডি বিজয়ী অ্যাকটিভিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: হাব মিল ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, রিসার্চ, নলেজ ম্যানেজমেন্ট, কোয়ালিটেটিভ ও কোয়েনটিটেটিভ রিসার্চ মেথোডলজিতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। কোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থার বিশেষ করে হেলথ সেক্টর প্রোগ্রামে সোস্যাল ডেভেলপমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই সুপারভাইজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ডম পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাকসেস, এসপিএসএস ও পাওয়ার বিআইয়ের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ, ঢাকা অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন-ভাতা: মাসিক বেতন ১,২১,৬৯৬ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের জন্য সুযোগ ও ডে-কেয়ারের সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ জানুয়ারি ২০২৫।