ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ফি ৭৫০ টাকা

প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাপানিজ স্টাডিজ বিভাগের একটি শূন্য স্থায়ী সহকারী অধ্যাপক পদের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-এর ক্ষেত্রে স্কেল ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫সহ জাপানিজ স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে।  উভয় পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।

যেসব প্রার্থী অনার্স ও মাস্টার্স ডিগ্রি উভয় পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বেতন স্কেল

২২,০০০-৫৩,০৬০ টাকা, নবম গ্রেড।

আরও পড়ুন

আবেদনপ্রক্রিয়া ও ফি

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ আট কপি আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়

আবেদনের শেষ সময়

৮ অক্টোবর, ২০২৩।

আরও পড়ুন