বেসরকারি সংস্থায় চাকরি, বেতন সোয়া দুই লাখ

মডেল: ইয়াসফি
ছবি: খালেদ সরকার

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেটাবেজ এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ডেটাবেজ এক্সপার্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। আসিটি বিষয়ে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডেটাবেজ (এসকিউএল) ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত ডেটাবেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ডেটাবেজ ও আবেদন টিউনিং এবং মনিটরিংয়ে দক্ষতা থাকতে হবে। ডেটাবেজ, স্কিমা ডিজাইন, নোএসকিউএল, এসকিউএল, পোস্টগ্রেএসকিউএল, এমএসএসকিউএল সার্ভার, ওরাকল, মঙ্গো ডিবি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কক্সবাজারসহ সারা দেশে ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা
    বেতন: মাসিক বেতন ২,২৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected]–এ ঠিকানায় ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২২।

আরও পড়ুন