অক্সফামে নিয়োগ, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার

ছবি: প্রথম আলো/এআই জেনারেটেড

ঢাকায় অক্সফাম নতুন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য। আবেদনকারীদেরকে ১১ অক্টোবর ২০২৫-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।

পদের দায়িত্ব

এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা দেশের ব্যবসায়িক উন্নয়ন, তহবিল সংগ্রহের কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের নেতৃত্ব দেবেন। দায়িত্বের মধ্যে রয়েছে—

  • দাতা চিহ্নিতকরণ ও সম্পর্ক উন্নয়ন

  • প্রস্তাবনা তৈরি ও উচ্চমান নিশ্চিত করা

  • কৌশলগত অংশীদারত্ব গঠন

  • টিমের নেতৃত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা

  • নতুন তহবিল উৎস ও বেসরকারি খাতের অংশীদারত্ব সৃষ্টি

  • যোগ্যতা ও অভিজ্ঞতা

  • প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি

  • প্রোগ্রাম ডিজাইন, তহবিল সংগ্রহ ও চুক্তি ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা

  • আন্তর্জাতিক দাতা, যেমন FCDO, EU/ECHO, SIDA, UN এজেন্সি থেকে তহবিল সংগ্রহের সক্ষমতা

  • টিম নেতৃত্ব ও উচ্চমানের প্রস্তাবনা তৈরি করার দক্ষতা

  • ইংরেজিতে কথোপকথন ও লিখিত দক্ষতা

বেতন ও সুযোগ

  • বার্ষিক বেতন: ২,৯১৮,২৫৫ টাকা (১৩ মাসের ভিত্তিতে)

  • স্বাস্থ্য বিমা (নিজ, জীবনসঙ্গী ও সন্তান), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি, জীবন বিমা, মোবাইল ভাতাসহ অন্যান্য সুবিধা

  • উচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতার জন্য বেতন আলোচনাযোগ্য

    আবেদনের তথ্য

আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে (jobs.oxfam.org.uk)

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৫

প্রার্থীদের অবশ্যই সিভি ও কভার লেটার জমা দিতে হবে

অক্সফাম তার কর্মীদের বৈচিত্র্যপূর্ণ, সহায়ক ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ দেয়। সংস্থাটি নারীদের, প্রতিবন্ধী ও বৈচিত্র্যপূর্ণ প্রার্থীদের আবেদন উৎসাহিত করছে।

আরও পড়ুন

একনজরে:

পদ: হেড অব বিজনেস ডেভেলপমেন্ট

অফিস: ঢাকা

নিয়োগ ধরন: নির্দিষ্ট সময়ের জন্য

যোগ্যতা: স্নাতক + ১০ বছরের অভিজ্ঞতা

ভাষা দক্ষতা: ইংরেজি

বার্ষিক বেতন: ২,৯১৮,২৫৫ টাকা

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫

আরও পড়ুন
আরও পড়ুন