আরবি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে আস–সুন্নাহ ফাউন্ডেশন

বিশ্ববিদ্যালয়পড়ুয়া (জেনারেল) শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে আস–সুন্নাহ ফাউন্ডেশন একটি পদে যোগ্য, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রশিক্ষক নিয়োগ দেবে।

পদের নাম ও সংখ্যা

আরবি ভাষা প্রশিক্ষক

পদসংখ্যা: ৩

বেতন ও অন্যান্য সুবিধা: ৩০,০০০–৫০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে)। এ ছাড়া বার্ষিক বেতন পর্যালোচনা হবে। বছরে দুটি বোনাস ও প্রভিডেন্ট ফান্ড মিলবে।

কর্মঘণ্টা: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ফুলটাইম

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক–স্নাতকোত্তর/ডিপ্লোমা/তাখাসসুস ডিগ্রিধারী।

২. দাওরায়ে হাদিস/স্নাতক (মুমতাজ/সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ)।

৩. আরবি ভাষা ও ব্যাকরণে পারদর্শিতা।

৪. আরবি কথ্য ও লিখিত ভাষায় সাবলীলতা।

৫. সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছর শিক্ষকতার অভিজ্ঞতা।

আরও পড়ুন

দায়িত্ব ও কাজের পরিধি

১. বিশ্ববিদ্যালয়পড়ুয়া জেনারেল শিক্ষিত তরুণদের আরবি ভাষার পাঠদান।

২. আধুনিক ও কার্যকর পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান।

৩. শিক্ষার্থীদের আরবি বলার, লেখার ও বোঝার সক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখা।

৪. আরবি শিক্ষাদানে কার্যকর টিচিং মেথড অবলম্বন।

৫. শিক্ষার্থীদের ক্লাস পর্যবেক্ষণ করে গাইডলাইন ও কার্যকর পরামর্শ প্রদান।

৬. প্রয়োজনীয় আরবি ভাষাভিত্তিক টুল ও টিচিং রিসোর্স প্রদান।

৭. শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটি পরিচালনা।

৮. শিক্ষার্থীদের ভাষাদক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সব ধরনের নির্দেশনা অনুসরণ।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৫

ভাইভার তারিখ: ৩০ জুলাই ২০২৫

ভাইভা–সংক্রান্ত নির্দেশনা

ক. প্রাপ্ত আবেদনপত্রগুলো পর্যালোচনা করে শুধু প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

খ. নির্বাচিত প্রার্থীদের এক সপ্তাহের জন্য নির্ধারিত পাঠ্য উপকরণ প্রদান করা হবে।

গ. ভাইভা পরীক্ষাটি উক্ত পাঠ্য উপকরণের আলোকে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. সর্বশেষ একাডেমিক সনদ বা রেজাল্ট শিট।

২. আরবি ভাষা ও সাহিত্যবিষয়ক দক্ষতার প্রমাণপত্র বা প্রশিক্ষণের সার্টিফিকেট।

৩. আরবি শিক্ষকতা বা প্রশিক্ষণের অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

৪. আরবি ভাষায় বক্তৃতা বা লেখালেখির কোনো নমুনা (যদি থাকে)।

৫. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের ফটোকপি।

৬. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

৭. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

আবেদনের লিংক