বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ২৯ লাখ ৩৮ হাজার
হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফিন্যান্স অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ফিন্যান্স অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টিং বা কমার্সের কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। নেভিশন বা অন্যান্য ইআরপি সিস্টেমের কাজ জানা থাকলে ভালো। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বহুসাংস্কৃতিক আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দুকুশ হিমালয় অঞ্চলের স্থানীয় ভাষা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ২৪,১৮৫ মার্কিন ডলার (২৯ লাখ ৩৮ হাজার ৭১৯ টাকা প্রায়) (অভিজ্ঞতা ও যোগ্যতার ওপর ভিত্তি করে)।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।