ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে চাকরি, পদ ৩০
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে শ্রুতলিখন প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে শ্রুতলিখন প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৪. পদের নাম: জারিকারক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অফিসে রক্ষিত নির্ধারিত বাক্সে পৌঁছাতে হবে। খামের ওপরে পদের নামসহ কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে। যোগাযোগের প্রয়োজনে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখ করে ২০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট যুক্ত দুটি ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা সোনালী ব্যাংক লিমিটেডে ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১০৪-০২১০-৫১৩৫-১৪২২৩২৬ নম্বর কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঠাকুরগাঁও।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।